For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমরা মারলে সোজা শ্মশানে' বিরোধীদের চমকাতে গিয়ে বিতর্কে দিলীপ

ফের একবার বিতর্কের জালে জড়িয়ে গেলেন নিজের মন্তব্যের মধ্যে দিয়ে। দুর্গাপুরের উখড়ায় দিলীর ঘোষ জনসভা করেন। যত গোলমাল সেখানেই।

  • |
Google Oneindia Bengali News

ফের একবার বিতর্কিত মন্তব্য করে সমালোচনার ঝড় বইয়ে দিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিভিন্ন সময়ে বিতর্কিত মন্তব্য করার জন্য বিখ্যাত তিনি। প্রায় প্রতিদিনই শাসক দলের নেতা-নেত্রীদের নিজস্ব ভঙ্গিতে আক্রমণে সিদ্ধহস্ত তিনি। তবে ফের একবার বিতর্কের জালে জড়িয়ে গেলেন নিজের মন্তব্যের মধ্যে দিয়ে। দুর্গাপুরের উখড়ায় দিলীর ঘোষ জনসভা করেন। যত গোলমাল সেখানেই।

বিতর্কিত ভাষণ

বিতর্কিত ভাষণ

উখড়ার সভায় দিলীপ ঘোষ বলেন, বিজেপি কাউকে মারলে সে হাসপাতালে যায় না, সোজা শ্মশানে যায়। আমরা মারলে ইতি-উতি লাশ পড়ে যাবে।

তৃণমূলের পাল্টা

তৃণমূলের পাল্টা

প্রশাসনের অনুমতি না নিয়ে দিলীপ ঘোষরা সভা করেন বলে অভিযোগ। সেখানে সিভিক ভলান্টিয়ার ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনাক দুদিন পরে তৃণমূল বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি বিজেপিকে বার্তা দিয়ে বলেন, পশ্চিম বর্ধমানে পরে এমন সভা করলে ছয় মাসের জন্য সোজা হাসপাতালে পাঠিয়ে দেওয়া হবে।

হুঁশিয়ারি দিলীপের

হুঁশিয়ারি দিলীপের

সেই মন্তব্য শুনে নাম না করে দিলীপ পাল্টা বলেন, শুনলাম কোনও এক নেতা বলেছেন, মেরে ছয় মাসের জন্য হাসপাতালে পাঠিয়ে দেবেন। তবে আমরা ছয় মাস পরে নিজের পায়ে দাঁড়িয়ে হাসপাতাল থেকে ফিরে আসব। আমি বলতে চাই, আমরা যদি পারি তাহলে হাসপাতাল নয় সোজা শ্মশানে যেতে হবে।

বিতর্কিত দিলীপ

বিতর্কিত দিলীপ

একদিন আগেই তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে কুকুর বলে কটাক্ষ করেছিলেন দিলীর ঘোষ। তার পাল্টা হিসাবে অনুব্রতও দিলীপকে একহাত নিতে ছাড়েননি। বলা ভালো তৃণমূল নেতাদের সঙ্গে দিলীপের তর্ক চলছেই। তবে বিরোধীদের বিঁধতে গিয়ে নিজেকেই বোধহয় এবার বিপাকে ফেললেন বিজেপি রাজ্য সভাপতি।

English summary
Bengal BJP chief Dilip Ghosh made controversial statement on TMC leaders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X