টেট পরীক্ষায় পাস করেও মেলেনি চাকরি, জাতীয় সড়ক অবরোধ চাকরিপ্রার্থীদের
মালদহ, ৬ ফেব্রুয়ারি : টেট পরীক্ষায় পাস করেও বহু আকাঙ্খিত চাকরি মেলেনি। তারপর আবার নতুন টেট উত্তীর্ণদের নিয়োগ শুরু হয়েছে। এমতাবস্থায় পুরনো টেট উত্তীর্ণরা বিক্ষোভে সামিল হলেন। আগে তাঁদের নিয়োগ করতে হবে এই দাবিতে পথ অবরোধ করলেন চকরিপ্রার্থীরা। মালদহ শহরের রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ চলতে থাকে।
তখন বামফ্রন্ট ছিল ক্ষমতায়। ২০০৯-১০ সালের প্রাথমিক টেটে উত্তীর্ণ হওয়া প্রার্থীদের সবার চাকরি জোটেনি। বর্তমান রাজ্য সরকার নানা অছিলায় সেই নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেয়। রাজ্যের পরিবর্তনের সরকারের সিদ্ধানই নতুন করে ফের টেট পরীক্ষায় বসেছিলেন তাঁরা। ১৩৩১ পদের জন্য সেই পরীক্ষায় প্যানেল প্রকাশিত হয়। ১৩৩১টি পদের জন্য মোটা সাড়ে চার হাজার চাকরি প্রার্থীকে পরীক্ষায় উত্তীর্ণ করা হয়।

কিন্তু তারপরও উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হয়নি। তারপর ২০১৫ সালের নতুন করে আবার পরীক্ষা হয়। বহু প্রতীক্ষার এই পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ রার প্রক্রিয়া শুরু হয়েছে। আর এই নিয়োগপত্র দেওয়া শুরু হতেই রাজ্যে শুরু হয়েছে নতুন করে অশান্তির বাতাবরণ।
কেন তাঁরা চাকরি থেকে বঞ্চিত হবেন? এই দবিতেই রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিপ্রার্থীরা। দাবি, যতক্ষণ না প্রশাসনের তরফে তাঁদের দাবি মেনে নেওয়া হচ্ছে, ততক্ষণ চলতে থাকবে বিক্ষোক্ভ। ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অবরোধীকারীদের সঙ্গে আলোচনার চালাচ্ছেন।