For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অসুস্থ হয়ে জেল হাসপাতালে সুদীপ, শারীরিক অবস্থা স্থিতিশীল, রাখা হয়েছে পর্যবেক্ষণে

তৃণমূলের হেভিওয়েট সাংসদের স্থান হয়েছিল ভূবনেশ্বরের ঝাড়পাড়ার শ্রীঘরে। কিন্তু জেলা গিয়েই অসুস্থ হয়ে পড়লেন রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ। রাতেই তাঁকে ভর্তি করা হয় জেল হাসাপাতালে।

  • By Sanjay
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ১৩ জানুয়ারি : বৃহস্পতিবারই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল আদালত। তৃণমূলের হেভিওয়েট সাংসদের স্থান হয়েছিল ভূবনেশ্বরের ঝাড়পাড়ার শ্রীঘরে। কিন্তু জেলা গিয়েই অসুস্থ হয়ে পড়লেন রোজভ্যালিকাণ্ডে ধৃত তৃণমূল সাংসদ। রাতেই তাঁকে ভর্তি করা হয় জেল হাসাপাতালে। তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল।[এবার গৌতমকে হেফাজতে চায় সিবিআই, নজরে মেরুণ ডায়েরি ও সুদীপ-তাপসের দেওয়া তথ্য]

দুইপর্ব মিলিয়ে ন'দিন সিবিআই হেফজতের পর এবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় ভুবনেশ্বর আদালত। এই ক'দিন তাঁকে লাগাতার জেরা চালিয়েছেন সিবিআই আধিকারিকরা। তাঁদের হাতে উঠে এসেছে নানা চাঞ্চল্যকর তথ্য। এদিন নতুন করে সুদীপকে হেফাজতে চায়নি সিবিআই। আদালতে সুদীপের আইনজীবী আবেদন জানান জামিনের। শারীরিক অসুস্থতার সমর্থনে নথিও জমা দেন সুদীপ-জায়া নয়না বন্দ্যোপাধ্যায়।[রোজভ্যালি কাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ]

অসুস্থ হয়ে জেল হাসপাতালে সুদীপ, শারীরিক অবস্থা স্থিতিশীল, রাখা হয়েছে পর্যবেক্ষণে

এদিন সুদীপবাবুকে জেল হাসপাতালে ভর্তি করার পর, সমস্ত রকম মেডিকেল টেস্ট করা হয়েছে তাঁর। চিকিৎসকরা জানিয়ছেন, তাঁর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। তাঁকে দু-একদিন পর্যবেক্ষণে রাখতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।[রোজভ্যালি কাণ্ডে কেন গ্রেফতার হয়েছেন সুদীপ? জানালেন নিজের মুখেই]

সিবিআই-এর পক্ষ থেকে জেল হেফাজতের আর্জি জানানো হয়েছিল। কারণ হিসেবে সিবিআই আইনজীবীরা জানিয়ছিলেন, তৃণমূলের হেভিওয়েট সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় তদন্তে প্রভাব খাটাতে পারেন। তারপরই জামিনের আর্জি খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়। সুদীপের আইনজীবীর দাবি, কোনও প্রমাণ না থাকা সত্ত্বেও জোর করে আটকে রাখা হয়েছে তাঁর মক্কেলকে।

English summary
Court ordered Sudip Banerjee's jail custody for 14 days. Being ill He admitted in jail hospital at night. His condition is stable now.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X