For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২ মে সূর্যোদয় থেকেই তৃণমূল-বিজেপি সংঘর্ষ, বোমাবাজি, এবার উত্তপ্ত অনুব্রতগড়

Google Oneindia Bengali News

হাইভোল্টেজ নীলবাড়ি দখলের লড়াইয়ে এদিন সকাল থেকেই তপ্ত রাজ্য ২৯২ আসনের ফলাফল ঘিরে বজ্র আটুনি রয়েছে কমিশনের নিরাপত্তার। এমন পরিস্থিতিতে ভোট কেন্দ্র থেকে শুরু করে বিভিন্ন এলাকায় সজাগ বহিনী। তবে তার পরও ভোট গণনার আগে তপ্ত হয়ে উঠল অনুব্রতগড়।

 বিজেপি বনাম তৃণমূল

বিজেপি বনাম তৃণমূল

প্রসঙ্গত, করোনাকালে এদিন ভোটগণনা নিয়ে সকাল থেকেই উত্তেজনা রাজ্যের বিভিন্ন এলাকায়। প্রসঙ্গত, বেশ কয়েকটি এলাকায় কড়া নিরাপত্তা যেমন রয়েছে তেমনই ভোট গণনা নিয়ে রয়েছে কড়া নজরদারি। এমন পরিস্থিতিতেও রাজ্যে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে।

দুবরাজপুরে সংঘর্ষ

দুবরাজপুরে সংঘর্ষ

এদিন সকালেই অনুব্রত গড় দুবরাজপুরে তৃণমূল-বিজেপি দুপক্ষের সংঘর্ষ দেখা যায়। সকাল থেকেই সেখানে উত্তেজনা ছিল। দফায় দফায় এদিন সংঘর্ষের জেরে প্রবলভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভোট গণনার আগে থেকেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় সংঘাত চরমে ওঠে।

 নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ

নির্বাচন কমিশনের সামনে চ্যালেঞ্জ

প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ নির্বাচন ঘিরে কমিশনের সামনে এই মুহূর্তে দুটি বড় চ্যালেঞ্জ। একটি হল , অবশ্যই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি আর অন্যটি করোনাবিধি। তারই মাঝে করোনাকালে সকাল সকাল এই সংঘর্ষের ছবি খানিকটা আতঙ্কে রেখেছে দুবরাজপুরবাসীকে।

 হাইভোল্টেজ আসন ঘিরে নজর

হাইভোল্টেজ আসন ঘিরে নজর

এদিন সকাল থেকেই অনুব্রত গড়ের পাশাপাশি বাংলার নজর রয়েছে নন্দীগ্রামে। সেখানে মমতা বনাম শুভেন্দুর হাইভোল্টেজ ব্যাটল সকলের নজর কাড়ছে। এবারের মেরুকরণের ভোটে নন্দীগ্রাম ছাড়াও কামারহাটি,ডোমজুড়, সিঙ্গুর, জাবগ্রাম ফুলবাড়ি , কৃষ্ণনগর উত্তরের মতো একাধিক হাইভোল্টেজ আসন পারদ চড়াচ্ছে। প্রসঙ্গত, ইতিমধ্যেই এক্সিট পোলের ফলাফল সামনে এসেছে সেখানে বারবার তৃণমূলের পক্ষেই ইঙ্গিত গিয়েছে । এক্সিট পোল নিয়ে তৃণমূলের মধ্যে উত্তেজনা রয়েছে। তবে দিলীপ ঘোষের বক্তব্য এক্সিট পোল আর এক্স্যাক্ট পোলের মধ্যে বিস্তর ফারাক। সেই দিক থেকে ২ রা মের দিকে সকলের নজর রয়েছে।

English summary
Before West Bengal assembly vote counting Dubrajpur BJP,TMC clash takes place
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X