For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার ভোটের আগে মোদী সরকারকে টার্গেটে রেখে 'সরনা' আন্দোলন জোড়ালো! কোন ভোটব্যাঙ্ক ইস্যুতে সংকটে বিজেপি

বাংলার ভোটের আগে আদিবাসী ভোটব্যাঙ্ক কেন বিজেপির মাথাব্যথা হতে পারে! মোদী সরকারকে টার্গেটে রেখে জোর বাড়ছে 'সরনা' আন্দোলনের

  • |
Google Oneindia Bengali News

বাংলায় আদিবাসী ভোটব্যাঙ্ক নিয়ে এখন থেকেই বিবিন্ন রাজনৈতিকদলগুলি নিজের মতো করে ছক সাজাতে শুরু করেছে। এই ভোটব্যাঙ্ক নিয়ে যে যুযুধান দুই পক্ষ তৃণমূল ও বিজেপি কতটা গুরুত্ব দিয়ে ভাবছে, তা বোঝা যাচ্ছে অমিত শাহের বাঁকুড়া সফরের পর মমতার বাঁকুড়া সফরে। এদিকে, ডিসেম্বর থেকে বড়সড় আন্দোলনের পথে আদিবাসী সমাজের বিভিন্ন সংগঠন।

 সরনা কোড ঘিরে দাবি জোরালো

সরনা কোড ঘিরে দাবি জোরালো

বিভিন্ন আদিবাসী সংগঠনের দাবি, এবার সরনাকে আলাদা ধর্মের সম্মান দিয়ে সরকারি নথিবদ্ধ করা হোক । সেই দাবি নিয়ে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত তাঁরা ডেডেলাইন দিয়ে দিয়েছেন। আর তাঁদের এই দাবি সরাসরি নরেন্দ্র মোদী সরকারকে।

বাংলা সহ ৫ রাজ্যে কোন কর্মসূচি?

বাংলা সহ ৫ রাজ্যে কোন কর্মসূচি?

জানা যাচ্ছে, ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ২০০ টি সরনা ধর্মসাগর (রথ) আয়োজন করা হচ্ছে দেশের ৫ রাজ্যে। এই রাজ্যগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ। এছাড়াও রয়েছে ঝাড়খন্ড, যেখানে বিধানসভায় সরনা কোড নিয়ে সরব হয়েছে স্বয়ং শাসকদল ঝাড়খন্জ মুক্তি মোর্চা। এছাড়াও রয়েছে ওড়িশা, অসম।

বাংলায় রেল রোকো থেকে চাক্কা জ্যাম

বাংলায় রেল রোকো থেকে চাক্কা জ্যাম

জানা গিয়েছে, কেন্দ্রীয় সরনা সমিতি ও অখিল ভারতীয় আদিবাসী বিকাশ পরিষদের ডাকে পশ্চিমবঙ্গ সহ ৫ রাজ্যে চাক্কা জ্যাম থেকে রেল রোকো সংঠিত হতে পারে এই ডিসেম্বরেই। এরপর ৩১ জানুয়ারির মধ্যে কেন্দ্র যদি আদিবাসীদের দাবি না মানে , তাহলে আন্দোলনের মাত্রা বাড়তে পারে, বলে খবর।

শুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ কি অমিতের মেদিনীপুরে সফরের সঙ্গে এক সূত্রে বাঁধা, জল্পনা তুঙ্গেশুভেন্দুর রাজনৈতিক ভবিষ্যৎ কি অমিতের মেদিনীপুরে সফরের সঙ্গে এক সূত্রে বাঁধা, জল্পনা তুঙ্গে

English summary
Before West Bengal Assembly poll 2021, Tribals threat arise over Sarna code , know latest
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X