For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলার বুকে ৪৪০ কোটি টাকার বিনিয়োগ ভোটের আগেই! কার তরফে আসছে নয়া প্রজেক্ট

বাংলার বুকে ৪৪০ কোটি টাকার বিনিয়োগ ভোটের আগেই! কার তরফে আসছে নয়া প্রজেক্ট

  • |
Google Oneindia Bengali News

সামেনই ভোট। তার আগে উন্নয়ন থেকে শিল্পকে কেন্দ্র করে লড়াই তুঙ্গে রয়েছে। একদিকে যেমন বিজেপি নিজের ইস্তেহার তৈরির সময় গুরুত্ব দিতে শুরু করেছে বাংলার শিল্পের অবস্থা থেকে উন্নয়ন ইস্যুকে, অন্যদিকে তৃণমূল উন্নয়নের প্রসঙ্গে নিজের খতিয়ান তুলে ধরছে। এমন অবস্থায় ২০২১ ভোটের আগে বাংলার বুকে আসছে ৪৪০ কোটি টাকার বড় প্রকল্প।

 ৪৪০ কোটি টাকার প্রকল্প

৪৪০ কোটি টাকার প্রকল্প

জানা গিয়েছে, এবার ডানকুনিতে ৪৪০ কোটি টাকার প্রকল্প নিয়ে আসছে রেল। ভারতীয় রেলের এই প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভার ছাড়পত্র পাওয়া ওখনও বাকি রয়েছে। আর সেটি এলেই ভোটের মুখেই সম্ভবত প্রকল্প চালু করবে রেল।

রেলের কোন প্রকল্প হবে ?

রেলের কোন প্রকল্প হবে ?

সূত্রের দাবি, গ্রিন ফিল্ড কোটিং টার্মিনাল প্রজেক্ট শুরু করবে রেল। এর আগে , হাওড়া, কলকাতা, শিয়ালদহে এমন টার্মিনাল রয়েছে।
এরপর হাওড়া থেকে ১৫ কিলোমিটার দূরে ডানকুনিকে এই টার্মিনালের জন্যই চূড়ান্ত রূপে বেছে নেওয়া হয়েছে।

উন্নয়নের লড়াই!

উন্নয়নের লড়াই!

এদিকে, উন্নয়নের লড়াইতে মমতা সরকারকে মাত দিতেই এমন প্রজেক্ট একুশের আগে বাংলার বুকে তড়িঘড়ি আনার চেষ্টা করছে মোদী সরকার। ওয়াকিবহাল মহলের ধারণা কেন্দ্র বনাম রাজ্য সংঘাত যেভাবে বিজেপির বনাম তৃণমূল সংঘাতে রূপান্তরিত হয়ে গিয়েছে, তাতে রেলের এই প্রকল্প তাৎপর্যের জায়গা নিতে পারে।

কেন ডানকুনি?

কেন ডানকুনি?

এদিকে, রেল সূত্রের খবর ডানকুনিতে ১০০ একর জমি রয়েছে রেলের। যা কলকাতার কাছে। ফলে এই জায়গাটি এমন প্রজেক্টের জন্য কার্যকরী হতে পারে। আপাতত কাজের সম্পূর্ণ প্ল্যান দিল্লিতে পাঠানো হয়েছে বলে খবর। তারপরই রেল পরিকাছামো মজবুতে ডানকুনি একটি গুরুত্বপূর্ণ এলাকা হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।

নিলাম হচ্ছে পঞ্চায়েতের আসন, গণতান্ত্রের প্রহসন ঠেকাতে বাতিল নির্বাচননিলাম হচ্ছে পঞ্চায়েতের আসন, গণতান্ত্রের প্রহসন ঠেকাতে বাতিল নির্বাচন

English summary
Before west bengal assembly election 2021, Railways to announce Rs 440 cr project in Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X