For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামখানার স্কুলে সহকর্মীদের মারধরে প্রধান শিক্ষকের নামে এফআইআর, গ্রেফতারের দাবি অম্বিকেশ মহাপাত্রর

নামখানার স্কুলকাণ্ডে প্রধানশিক্ষক-সহ ছয় জনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। শনিবার বিকেলে এই এফআইআর দায়ের করা হয় এসপি সুন্দরবনের অফিসে।

Google Oneindia Bengali News

নামখানার স্কুলকাণ্ডে প্রধানশিক্ষক-সহ ছয় জনের বিরুদ্ধে দায়ের করা হল এফআইআর। শনিবার বিকেলে এই এফআইআর দায়ের করা হয় এসপি সুন্দরবনের অফিসে। এফআইআর-এ নাম রয়েছে দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ হাইস্কুলের প্রধানশিক্ষক আশিস ভট্টাচার্যের। এছাড়াও নাম আছে যদুপতি পণ্ডা, ধনঞ্জয় গিরি, সুকুমার দাস, রাজনারায়ণ দাস, প্রভাত পট্টনায়েক। নামখানার দশমাইলের দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ হাইস্কুল-এ বৃহস্পতিবার বহিরাগতদের নিয়ে এসে সহকর্মী শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মারধর করেন প্রধানশিক্ষক আশিস ভট্টাচার্য।

নামখানার স্কুলে সহকর্মীদের মারধরে প্রধান শিক্ষকের নামে এফআইআর, গ্রেফতারের দাবি অম্বিকেশ মহাপাত্রর

নিগৃহীত শিক্ষকদের পক্ষ থেকে সঞ্জীব মণ্ডল শনিবার বিকেলে এসপি সুন্দরবনের অফিসে এই অভিযোগ দায়ের করেন। ঘটনা.র দিন গুরুতর জখম হয়েছিলেন সঞ্জীব। তাঁকে পেটে ও বুকে লাথি এবং ঘুষি মারা হয়। এমনকী চুলের মুঠি ধরে হিড়হিড় করে টেনে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর সঞ্জীব বৃহস্পতিবার হাসপাতাল থেকে ছাড়া পেলেও শরীর জুড়ে এখনও ব্যাথা। সবচেয়ে বড় হয়ে উঠেছে মানসিক আতঙ্ক। যা থেকে বের হতে পারছেন না সঞ্জীব ও তাঁর সহকর্মীরা। আতঙ্ক এতটাই চেপে বসেছে যে স্কুলমুখো হতেও তাঁরা ভয় পাচ্ছেন। শনিবার কোনও শিক্ষকই আতঙ্কে স্কুলমুখো হননি। যে কোনও সময়ে তাঁরা ফের হামলার আশঙ্কা করছেন।

দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ হাইস্কুলের প্রধানশিক্ষক আশিস ভট্টাচার্যের দুর্নীতির বিরুদ্ধে সরব হওয়াতেই যে যাবতীয় ঘটনা তা এখন হাড়েহাড়ে টের পাচ্ছেন এই স্কুলের কর্মীরা। ২০১১ সালে এইি স্কুলে কাজে যোগ দিয়েছিলেন আশিস ভট্টাচার্য। কিন্তু, ২০১৩ সাল থেকেই তিনি ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব পেয়ে যান। অথচ,তাঁর থেকে অনেকবেশি শিক্ষাগত যোগ্যতা থাকার সত্ত্বেও অন্যদের এই কাজের জন্য নির্বাচিত করা হয়নি। শুধু অর্থ নয়ছয় নয় স্কুলে নিজের মৌরসিপাট্টা বজায় রাখতে হুমকিকেই বরাবর হাতিয়ার করে রেখেছেন আশিস ভট্টাচার্য। অভিযোগ, স্কুলের অর্থ নয়ছয়ের চক্রে সামিল রয়েছে বহু বহিরাগত। এই বহিরাগত ও তাদের দলবল নিয়েই বৃহস্পতিবার স্কুলের মধ্যে হামলাকে সংঘটিত করেছিলেন আশিস ভট্টাচার্য।

নামখানার স্কুলে সহকর্মীদের মারধরে প্রধান শিক্ষকের নামে এফআইআর, গ্রেফতারের দাবি অম্বিকেশ মহাপাত্রর

[আরও পড়ুন: দেশে গণতন্ত্র বিপন্ন! জোট গঠনে ছুঁতমার্গ ছাড়ার আহ্বান, আর যা বললেন অমর্ত্য সেন][আরও পড়ুন: দেশে গণতন্ত্র বিপন্ন! জোট গঠনে ছুঁতমার্গ ছাড়ার আহ্বান, আর যা বললেন অমর্ত্য সেন]

স্কুলের মধ্যে বহিরাগতদের নিয়ে হামলার ঘটনা এই রাজ্যে নতুন কোনও পরম্পরা নয়। বহুদিন থেকেই এই ধারা চলে আসছে। কিন্তু, বর্তমান সময়ে এখন প্রায়ই স্কুলের মধ্যে মারপিট ও মারধরের ঘটনার খবর মিলছে। যা স্বাভাবিকভাবেই শিক্ষালয়ের কর্মীদের আতঙ্কিত করে তুলেছে। গোটা ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আক্রান্ত আমরা। এসপি সুন্দরবনকে দেওয়া এক ই-মেল বার্তায় এফআইআর দায়ের এবং দোষীদের গ্রেফতারির দাবিও জানানো হয়।

আক্রান্ত আমরার অম্বিকেশ মহাপাত্রও তাঁর প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেন, 'যেভাবে শিক্ষাঙ্গণের মধ্যে এই হামলাকে সংঘটিত করা হয়েছে তাতে শিক্ষা কলুষিত হয়েছে। এমন ঘটনা উদ্বেগের। দোষীদের অবিলম্বে গ্রেফতার হওয়া উচিত।' প্রয়োজনে এই ঘটনায় আক্রান্ত আমরা পথে নামতে পারে বলেও জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:চুরি এবার পুলিশ আবাসনে! আতঙ্কে এলাকার বাসিন্দারা][আরও পড়ুন:চুরি এবার পুলিশ আবাসনে! আতঙ্কে এলাকার বাসিন্দারা]

[আরও পড়ুন: রাখি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি][আরও পড়ুন: রাখি উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা বার্তায় যা বললেন প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি]

English summary
Teachers and not teaching staff of Dakshin Durgapur Chanchalamoyee Vidyapith, Namkhana are still in fear and traumatised. At last they have filed a FIR to SP Sundarban.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X