For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এখনও থমথমে বাসন্তী, ৪ আহত ভর্তি মেডিক্যালে, এলাকায় পুলিশি নিরাপত্তা

বাসন্তী এলাকায় গোষ্ঠী সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে এক তৃণমূল কর্মী ও একটি ৯ বছরের বালকের। তৃণমূল কর্মী হাসান লস্করের দেহ (৩২) এখনও এলাকায় পড়ে রয়েছে। নিহত রিয়াজুল মোল্লার (৯) মৃত্যু ঘিরে এলাকায় শোক।

  • |
Google Oneindia Bengali News

বাসন্তী এলাকায় গোষ্ঠী সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে এক তৃণমূল কর্মী ও একটি ৯ বছরের বালকের। তৃণমূল কর্মী হাসান লস্করের দেহ (৩২) এখনও এলাকায় পড়ে রয়েছে। নিহত রিয়াজুল মোল্লার (৯) মৃত্যু ঘিরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনায় আহত হয়েছেন চারজন। তাঁদের বুলেটের আঘাত রয়েছে।

এখনও থমথমে বাসন্তী, ৪ আহত ভর্তি মেডিক্যালে, এলাকায়

আহতদের ন্যাশনাল মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আপাতত সকলেই বিপন্মুক্ত বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তবে এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে এই ঘটনায় স্থানীয় প্রশাসনও চাপে রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মেলায় মদ খাওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ বাঁধে। এই নিয়ে তৃণমূলের দুই বিবদমান গোষ্ঠীর মধ্যে গোলমাল শুরু হয়। একদল নব্য তৃণমূলীর দলে যোগদান ঘিরে বিবাদ শুরু হয় বলে খবর। তাঁরাই এলাকার দখল নিতে চাইলে আর এক গোষ্ঠী প্রতিবাদী হয়ে ওঠে।

এই ঘটনায় পুলিশ বাহিনী গেলেও বোমা-গুলির দাপটে বহুক্ষণ এলাকায় ঢুকতে পারেনি। এক কনস্টেবলের শরীরে গুলিও লাগে। আহতদের তালিকায় তিনিও রয়েছেন। পরে বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি চালানো হয়। এলাকার তৃণমূল নেতৃত্ব ঘটনার নিরপেক্ষ পুলিশি তদন্ত দাবি করেছেন।

English summary
Basanti's condition is still serious, injured 4 are admitted to National Medical College
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X