মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবী গুরুতর অসুস্থ, টানাপোড়েন শুরু তৃণমূল-বিজেপির
মতুয়া মহাসঙ্ঘের বড়মা বীণাপাণি দেবী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন। বৃহস্পতিবার রাতে তাঁকে ভর্তি করা হয় কল্যাণী মেডিকেল কলেজ হাসপাতালে। তাঁর ফুসফুসে সংক্রমণ রয়েছে। ১২ জনের একটি মেডিকেল টিম গঠন করে তাঁর চিকিৎসা চলছে বলে জানানো হয়েছে হাসপাতাল সূত্রে। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর অবস্থা কিছুটা সংকটজনক।

হাসপাতাল ও মতুয়া সংঘের তরফে জানানো হয়েছে, চিকিৎসায় কোনও গাফিলতি রাখা হচ্ছে। তাঁরে সর্বক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎকদের আশা বড়মাকে তাড়াতাড়ি সুস্থ করে তোলা সম্ভব হবে। পুত্রবধূ সাংসদ মমতাবালা ঠাকুর জানান, বৃহস্পতিবার বিকেল থেকে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। তিনি জ্ঞানও হারানষ তারপরই হাসপাতালে ভর্তি করা হয় বড়মাকে।
এদিকে এই ঘটনাকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতা শান্তনু ঠাকুর। সহানুভূতি আদায়ের জন্যই এসব করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেছেন তৃণমূল সাংসদের মমতাবালা ঠাকুরের দিকে। একইসঙ্গে তিনি একহাত নিয়েছেন তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিককে। বিজেপি নেতার অভিযোগ, জ্যোতিপ্রিয় মল্লিকের কারসাজি এসব।