For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজীব কুমারের আগাম জামিন খারিজ, গ্রেফতারিতেও উচ্চ আদালতে আবেদনের নির্দেশ

ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। বারাসাত আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। শুনানির পর দীর্ঘ সময় নিয়ে রায়দান করলেন জেলা জজ।

  • |
Google Oneindia Bengali News

ফের ধাক্কা খেলেন রাজীব কুমার। বারাসাত আদালত তাঁর আগাম জামিনের আবেদন খারিজ করে দিল। শুনানির পর দীর্ঘ সময় নিয়ে রায়দান করলেন জেলা জজ। তিনি বলেন, জেলা আদালতের এক্তিয়ার নেই আগাম জামিনের আবেদন বহাল করার। উচ্চ আদালতে আবেদন করতে বলেন তিনি। সিবিআইকেও সেই পরামর্শ দেন রাজীব কুমারকে গ্রেফতার প্রসঙ্গে।

রাজীব কুমারের আগাম জামিন খারিজ, গ্রেফতারিতেও উচ্চ আদালতে আবেদনের নির্দেশ

সিবিআই এদিন পাল্টা বারাসত আদালতে আবেদন করে, তারা রাজীব কুমারকে গ্রেফতার করতে চায়। হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। এই মর্মেই বারাসত আদালতে রাজীব কুমারকে গ্রেফতারের আবেদন করলেন সিবিআইয়ের আইনজীবীরা। তাঁদের দাবি, রাজীব কুমার তদন্তে প্রভাবিত করতে পারেন।

সিবিআইয়ের আরও অভিযোগ, রাজীব কুমার সহযোগিতা করছেন না তদন্তে। তাই তাঁকে গ্রেফতার করতে চায় সিবিআই। বিচারক এই মামলার শুনানি শেষে দীর্ঘ সময় পর্যালোচনা করে এক্তিয়ার বুঝে রায়দান করেন। উভয়কেই উচ্চ আদালতে আবেদন করতে নির্দেশ দেন।

[মোদী-ইমরানের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, কাশ্মীর নিয়ে আলোচনার জল্পনা ][মোদী-ইমরানের সঙ্গে দেখা করবেন ট্রাম্প, কাশ্মীর নিয়ে আলোচনার জল্পনা ]

এদিকে রাজীব কুমারের আইনজীবী বলেন, একটা চার্জশিটেও রাজীব কুমারের নাম ছিল না। এতদিন তিনি ছিলেন শুধুই একজন সাক্ষী। চারদিনের মধ্যে কী এমন হল তিনি সাক্ষী থেকে অভিযুক্ত হয়ে গেলেন। আসলে পরিকল্পনা করে রাজীব কুমারকে ফাঁসানো হচ্ছে।

[ বউবাজারে ৭ নভেম্বর পর্যন্ত মেট্রোর কাজ স্থগিত, নির্দেশ আদালতের][ বউবাজারে ৭ নভেম্বর পর্যন্ত মেট্রোর কাজ স্থগিত, নির্দেশ আদালতের]

সিবিআইয়ের অভিযোগ, রাজীব কুমার তদন্তে সহযোগিতা করছেন না। অথচ রাজীব কুমারকে শিলিগুড়িতে টানা ৪০ ঘণ্টা জেরা করা হয়েছিল বলে জানান তাঁর আইনজীবী। তার পরিপ্রেক্ষিতে সিবিআই অধিকর্তা বলেন, তখনও সে অর্থে সহযোগিতা করেননি রাজীবকুমার। রাজীব কুমারের আইনজীবী আদালতে জানান, রাজীব কুমারের কাছে যা তথ্য ছিল, সমস্ত পেশ করা হয়েছে, যা জানা ছিল সব বলেছেন, আর কী করে তিনি সহযোগিতা করতে পারেন।

English summary
Barasat district Judge rejects anticipatory bail of Rajeev Kumar in Saradha Scam. Court advices to CBI to go higher court for appealing arrest warrant
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X