For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের

বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট না হওয়ায় বাড়তি সুবিধা পাবে তৃণমূল কংগ্রেস। এবং তার ফলে বিজেপিকে তারা আরও বেশি ভোটের ব্যবধানে হারাতে পারবেন বলে মনে করছেন তৃণমূল কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায়। রাজ্যের পঞ্চায়েত এবং জনস্বাস্থ্য দপ্তরের মন্ত্রী সুব্রত এইবার বাঁকুড়া আসন থেকে লোকসভা নির্বাচনে লড়াই করবেন।

বাঁকুড়ায় চতুর্মুখী লড়াইয়ে রেকর্ড ভোটে জেতার আশ্বাস সুব্রত মুখোপাধ্যায়ের

এখনও তাদের প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। এই আসনে এখনও তাদের প্রার্থীর নাম ঘোষণা করেনি কংগ্রেসের কেউ। তবে মঙ্গলবার বামফ্রন্ট জানিয়েছে বাঁকুড়া আসনে তাদের প্রার্থী জেলা সিপিএমের প্রাক্তন সম্পাদক অমিয় পাত্র।

গত লোকসভা নির্বাচনে এই আসনে প্রায় ১ লক্ষ ভোটে জয়ী হয়েছিলেন অভিনেত্রী মুনমুন সেন। সিপিএম নেতা তথা দীর্ঘদিনের সাংসদ বাসুদেব আচারিয়াকে ৯৮৫০৬ ভোটে হারিয়েছিলেন তিনি। এবারে মুনমুন সেন লড়াই করবেন আসানসোল আসনে। আর সুব্রত মুখোপাধ্যায় লড়বেন বাঁকুড়া আসনে। ২০০৯ সালের নির্বাচনে কংগ্রেস প্রার্থী হয়ে দাঁড়িয়ে সুব্রত পেয়েছিলেন ৩৬২৪২১ টি ভোট। তবে হেরে গিয়েছিলেন বাসুদেব আচারিয়ার কাছে।

তবে এক দশক পরে এবার বাঁকুড়া আসনে জিতবেন বলেই আশাবাদী সুব্রত মুখোপাধ্যায়। বিজেপি যে তাদের প্রধান প্রতিপক্ষ সেটা বুঝিয়ে দিয়েই তিনি বলেন, বামফ্রন্ট এবং কংগ্রেসের জোট না হওয়ার ফলে তাঁরা বাড়তি সুবিধা পাবেন। 'বাম কংগ্রেস একসঙ্গে লড়াই করল, নাকি আলাদা আলাদা করল, তাতে বিরাট কিছু ফারাক হবে না। তবে ওই দুই দলের জোট না হওয়ায়, দুই দলেরই মনোবল কিছুটা হলেও দুর্বল হবে। আর বিপক্ষ শিবিরের মনোবল দুর্বল হলে তো একটু বাড়তি সুবিধা হবেই', জানান সুব্রত।

[আরও পড়ুন: বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোটে কি দাঁড়াবেন শ্রাবন্তী! জল্পনার খবর নিয়ে কী জানালেন অভিনেত্রী][আরও পড়ুন: বিজেপির প্রার্থী হয়ে লোকসভা ভোটে কি দাঁড়াবেন শ্রাবন্তী! জল্পনার খবর নিয়ে কী জানালেন অভিনেত্রী]

সোমবারই সুব্রত আসেন বাঁকুড়া শহরে। এখানের একটি মন্দির, মসজিদ এবং গীর্জায় যান তিনি। বুঝিয়ে ধর্ম নিরপেক্ষতাকে সামনে রেখে এবং আরও উন্নয়নের কথা বলেই জয়ের ব্যবধান আরও বাড়াবেন তিনি। গত নির্বাচনে মুনমুন সেন পেয়েছিলেন ৪৮৩৪৫৫ টি ভোট এবং জিতেছিলেন ৯৮৫০৬ ভোটে।

[আরও পড়ুন: হাত 'ছেড়ে' ৩৮ আসনে প্রার্থী বামেদের, কংগ্রেসের জেতা আসন ফাঁকা রেখে বিশেষ বার্তা][আরও পড়ুন: হাত 'ছেড়ে' ৩৮ আসনে প্রার্থী বামেদের, কংগ্রেসের জেতা আসন ফাঁকা রেখে বিশেষ বার্তা]

সুব্রতর কথায়, 'এই এলাকার জন্য আমরা যা করেছি, রাস্তা এবং স্বাস্থ্য কেন্দ্রের উন্নয়নের যে করা হয়েছে এবং পানীয় জল সরবরাহ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। আরও উন্নয়ন করার জন্যই মানুষ আমাদেরই বেছে নেবে। যারা ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগ করে তাদের দিকে মানুষ যাবে না', বলেও দাবি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন:নির্বাচন প্রক্রিয়া শুরু হতে না হতেই হাউসফুল! কারা এগিয়ে, কারা পিছিয়ে, জেনে নিন][আরও পড়ুন:নির্বাচন প্রক্রিয়া শুরু হতে না হতেই হাউসফুল! কারা এগিয়ে, কারা পিছিয়ে, জেনে নিন]

English summary
Bankura TMC candidate Subrata Mukherjee is confident of winning in Lok Sabha Elections 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X