For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিস্ফোরকের পর এবার বোমা! বাঁকুড়ায় বাসের সিটের তলায় ব্যাগে বোমা, গ্রেফতার এক

বিষ্ণুপুরগামী বাস থেকে এক ব্যক্তিকে বোমা সহ গ্রেফতার করল বাঁকুড়া জেলার পুলিশ। ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্তী।

  • By Koushik Dutta
  • |
Google Oneindia Bengali News

বিষ্ণুপুরগামী বাস থেকে এক ব্যক্তিকে বোমা সহ গ্রেফতার করল বাঁকুড়া জেলার পুলিশ। ধৃতের নাম ঘনশ্যাম চক্রবর্তী। তার বাড়ি বিষ্ণুপুর থানার বেল তলায়। বাসের সিটের নিচে একটা ব্যাগে ওই তাজা বোমা গুলি ছিল বলে পুলিশ জানিয়েছে। কী উদ্দেশ্যে ওই ব্যক্তি বোমা নিয়ে যাচ্ছিল তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন বিষ্ণুপুরের এস ডি পি ও সুকোমল কান্তি দাস।

বিস্ফোরকের পর এবার বোমা! বাঁকুড়ায় বাসের সিটের তলায় ব্যাগে বোমা, গ্রেফতার এক

পুলিশ জানিয়েছে মঙ্গলবার রাতে বাঁকুড়া ও হুগলি জেলার সীমান্তে নাকা চেকিংয়ের সময় কোতুলপুর থানার আকুড়গেড়িয়াতে বাস থেকে ওই বোমা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, সিটের নিচে ওই বোমা রাখা ছিল। তল্লাশির সময় ওই ব্যক্তি ছুটে পালান। তাকে ধাওয়া করে পুলিশ তাকে গ্রেফতার করে।

[আরও পড়ুন: ভোটের আগেই বুটজোড়া তুলে রাখলেন মায়াবতী, বড় ঘোষণা বহেনজীর][আরও পড়ুন: ভোটের আগেই বুটজোড়া তুলে রাখলেন মায়াবতী, বড় ঘোষণা বহেনজীর]

নির্বাচনের দিন ঘোষণা হতেই সারা রাজ্যেই অভিযান শুরু হয়েছে। দিন কয়েক আগে বাঁকুড়ারই শালতোড়া ও ইন্দপুরে অভিযান চালিয়ে প্রচুর বিস্ফোরক উদ্ধার করেছিল পুলিশ। গত বুধবার বুধবার রাতে শালতোড়া থেকে উদ্ধার হয়েছিল ডিটোনেটর, জিলেটিন স্টিক এবং অ্যামোনিয়াম নাইট্রেট। এরপর শুক্রবার রাতে শালতোড়া থেকে ৫৫ কিমি দূরে ইন্দপুরের বগা গ্রামের একটি পরিত্যক্ত বাড়িতে হানা দেয় পুলিশ। উদ্ধার হয় এক কুইন্টাল অ্যামোনিয়াম নাইট্রেট, ৮০০ টি ডিটোনেটর এবং ২০০ টি এক্সপ্লোসিভ ডিনামাইট। বাড়ি থেকে বিস্ফোরক উদ্ধারের জেরে গ্রেফতার করা হয় বাড়ির মালিককে।

[আরও পড়ুন:সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে উত্তীর্ণ গোয়ার মুখ্যমন্ত্রী! বড় ব্যবধানে জয়][আরও পড়ুন:সংখ্যাগরিষ্ঠতার প্রমাণে উত্তীর্ণ গোয়ার মুখ্যমন্ত্রী! বড় ব্যবধানে জয়]

[আরও পড়ুন: নেহরু-গান্ধী পরিবারের নাম না করে পরিবারতন্ত্র নিয়ে চরম তোপ মোদীর! পাল্টা হুঙ্কার প্রিয়ঙ্কার ][আরও পড়ুন: নেহরু-গান্ধী পরিবারের নাম না করে পরিবারতন্ত্র নিয়ে চরম তোপ মোদীর! পাল্টা হুঙ্কার প্রিয়ঙ্কার ]

English summary
Bankura police arrested one person who allegedly carring bombs with him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X