For Quick Alerts
For Daily Alerts
রাষ্ট্রায়ত্ত ব্যাংকে দূরত্ব বজায় না রেখে গ্রাহকদের দীর্ঘ লাইন
বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ভেবিয়া একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সামনে সকাল থেকে গ্রাহকদের টাকা তোলার জন্য লম্বা লাইন্। গায়ে গা লাগিয়ে হুমড়ি খেয়ে পড়ছে একে অপরের উপর। মনে হবে না দেখে যে লোকজন চলছে। কোথায় সচেতনতা দেশ রাজ্য লকডাউন চলছে।

করোনা সতর্কবার্তা নির্দেশ বারবার বলা হচ্ছে শারীরিক দূরত্ব বজায় রাখুন। কিন্তু মানুষের মধ্যে সচেতনতা তো দূরের কথা সকাল থেকে লম্বা লাইন একদিকে পেনশনভোগী অন্যদিকে সাধারণ মানুষ টাকা তোলার জন্য লাইনে দাঁড়িয়ে আছে দূরত্ব বজায় না রেখে তার উপরে নেই মুখে মাক্স সবমিলিয়ে এই দৃশ্য দেখা গেল হাসনাবাদ এর ভেবিয়া বাসস্ট্যান্ডের।