For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'বাংলাদেশ থেকে যাঁরা ভারতে এসে ভোটাধিকার পেয়েছেন তাঁরা সকলে ভারতীয়', কেন্দ্রকে ফের তোপ মমতার

'বাংলাদেশীরা যাঁরা বাংলায় থাকছেন তাঁরা ভারতীয়ই', ফের সরব মমতা

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব ইস্যুতে ফের একবার সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রকে তোপ দেগে তিনি ফের নিজের স্বভাবসিদ্ধ চালে বাংলাদেশী প্রসঙ্গ তুলে মোদী সরকারকে একহাত নেন। এদিন কালিয়াগঞ্জের এক সভায় পুরভোটের আহে পারদ চড়িয়ে তিনি সদর্পে জানিয়ে দেন যে 'বাংলায় বসবাসকারী বাংলাদেশীরা ভারতীয়ই'!

'বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন..'

'বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন..'

'বাংলাদেশ থেকে যাঁরা এসেছেন তারা ভারতের বাসন্দাই। তাঁরা নাগরিকত্ব পেয়ে গিয়েছেন। আপনাদের (বাংলাদেশী যাঁরা ভারতে রয়েছেন) আর নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে না। আপনারা ভোট দিচ্ছেন, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে বেছে নিচ্ছেন।'

'আপনাদের বলা হচ্ছে নাগরিক নন'!

'আপনাদের বলা হচ্ছে নাগরিক নন'!

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন ক্ষোভের সুরে মোদী সরকারের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ' এখন ওঁরা (মোদী সরকার) বলছেন আপনারা নাগরিক নন! ওঁদের বিশ্বাস করবেন না।' বাংলার জননেত্রী এদিন দাবি করেন, তিনি বাংলায় থাকতে একজন ব্যক্তিও বাংলা ছেড়ে যাবেন না। তিনি থাকতে কাউকে পশ্চিমবঙ্গ ছাড়তে হবে না বলে দাবি করেন মমতা।

শরণার্থী যাঁরা বাংলায় রয়েছেন তাঁদের প্রতি বার্তা

শরণার্থী যাঁরা বাংলায় রয়েছেন তাঁদের প্রতি বার্তা

এদিন সাফ ভাষায় কালিয়াগঞ্জের সভায় মমতা বলেন, যে শরণার্থীরা বাংলায় রয়েছেন, তাঁদের কিছুতেই ভারত ছেড়ে যেতে হবেন না। এমন বার্তা দিয়ে মোদী সরকারকে ফের একবার তোপ দেন মমতা।

'ভুলে যাবেন না এটা বাংলা'

'ভুলে যাবেন না এটা বাংলা'

'ভুলে যাবেন না এটা বাংলা। যা দিল্লিতে হয়েছে তা বাংলায় হবে না। বাংলাকে আরও একটা দিল্লি বা উত্তরপ্রদেশ হতে দেব না।' এদিন ক্ষোভের সুর চড়িয়ে দিল্লি হিংসা নিয়ে এভাবেই তোপ দাগেন তৃণমূল সুপ্রিমো।

এবার কি সরাসরি বাংলা রাজনীতিতে, প্রশান্ত কিশোরের নতুন অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গেএবার কি সরাসরি বাংলা রাজনীতিতে, প্রশান্ত কিশোরের নতুন অবস্থান নিয়ে জল্পনা তুঙ্গে

English summary
Bangladeshis living in Bengal are indians and got citizenship now, says Mamata.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X