For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাম্মানিক ডিলিট! হাসিনাকে স্বাগত জানাতে তৈরি আসানসোল

শনিবার সকালে আসানসোল যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত কাজি নজরুল বিশ্ববিদ্যালয়।

  • |
Google Oneindia Bengali News

শনিবার সকালে আসানসোল যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাতে প্রস্তুত কাজি নজরুল বিশ্ববিদ্যালয়। সকাল ১০টা ১৫মিনিট নাগাদ অন্ডাল বিমানবন্দরে বাংলাদেশের বিশেষ বিমানে নামার কথা রয়েছে তাঁর।

সাম্মানিক ডিলিট! হাসিনাকে স্বাগত জানাতে তৈরি আসানসোল

বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে রাজ্য সরকারের তরফে অন্ডাল বিমানবন্দরে থাকবেন মন্ত্রী মলয় ঘটক, আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র, জেলাশাসক শশাঙ্ক শেঠি, পুলিশ কমিশনার লক্ষ্মীনারায়ণ মিনা। সমাবর্তন শুরু হবে বেলা সাড়ে এগারোটা থেকে। এরপর দুপুর দুটো পাঁচ মিনিট নাগাদ অণ্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর।

অন্যদিকে সমাবর্তন উপলক্ষে সেজে উঠেছে নজরুল বিশ্ববিদ্যালয় চত্বর। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা সাজানো হয়েছে নজরুল ও রবীন্দ্রনাথের কবিতার লাইনে। দুটি স্মারক তাঁকে দেওয়া হবে। ভিআইপিদের উপস্থিতির কথা মাথায় রেখে আঁটোসাটো নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে। মোতায়েন থাকছে প্রায় নশো পুলিশকর্মী। এর পাশাপাশি থাকছেন সাদা পোশাকের পুলিশকর্মীরাও। বিশ্ববিদ্যালয়ের মূল চত্বরে নিরাপত্তার দায়িত্বে থাকছে স্পেশাল প্রটেকশন গ্রুপ। রাখা হয়েছে তিরিশটি সিসিটিভি। এর পাশাপাশি ন্যাশানাল হাইওয়েতে কুড়িটি অতিরিক্ত সিসিটিভির ব্যবস্থা করা হয়েছে।

এদিকে স্থানীয় সাংসদ হয়েও আসানসোলের কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি স্থানীয় সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। উদাহরণ দিয়ে বাবুল সুপ্রিয় জানিয়েছেন এর আগেও একই ধরনের অসৌজন্যের রাজনীতি হয়েছে এলাকায়।

English summary
Bangladesh Prime Minister Sheikh Hasina is going to Asansol on Saturday morning.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X