For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল সাংসদ ইমরানের ভিসা 'ব্লক' করল বাংলাদেশ, তদন্তে এনআইএ

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

ইমরান
কলকাতা, ১৪ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ হাসান আহমেদ ইমরানের ভিসা 'ব্লক' করে দিল বাংলাদেশ সরকার। তাঁর সঙ্গে মৌলবাদী সংগঠন জামায়াতে ইসলামির যোগাযোগ রয়েছে এবং তিনি সারদা গোষ্ঠীর টাকার একটা অংশ বাংলাদেশে পাচার করেছিলেন, এই অভিযোগ ওঠার পরই কঠোর হল ঢাকা। এর অর্থ তিনি আপাতত বাংলাদেশে ঢুকতে পারবেন না।

আরও পড়ুন: সারদার পর দেশের দুশমনদের সঙ্গেও যোগ তৃণমূল সাংসদের, উঠল গুরুতর অভিযোগ

শাসক দলের রাজ্যসভার সাংসদ হাসান আহমেদ ইমরানের বিরুদ্ধে সারদা-কাণ্ডে যুক্ত থাকার অভিযোগ আগেই উঠেছিল। ইদানীং গোয়েন্দা রিপোর্ট থেকে জানা যায়, তাঁর সঙ্গে ভারত ও বাংলাদেশের কিছু কট্টর সংগঠনের যোগ রয়েছে। বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে ফেলতে নানাভাবে অশান্তি পাকাচ্ছে জামায়াতে ইসলামি। তাদের এ দেশ থেকে টাকা পাঠিয়ে ইমরান মদত দিয়েছেন বলে অভিযোগ। এমনকী, বাংলাদেশে পুলিশের তাড়া খেয়ে পালিয়ে আসা মৌলবাদীদের বসিরহাটে আশ্রয় দেওয়া হয়েছিল বলেও খবর। এই খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই নড়েচড়ে বসেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একটি তদন্ত কমিটি গড়ার পাশাপাশি আহমেদ হাসান ইমরানের ভিসা 'ব্লক' করে দেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে, ইমরানের ব্যাপারে তাঁরা কী কী গোপন তথ্য পেয়েছেন, তা আগামী সপ্তাহেই দিল্লিতে পাঠাচ্ছেন শেখ হাসিনা। উদ্দেশ্য, এক যোগে এই আঁতাঁত নিয়ে তদন্ত করা।

ভারতে যাবতীয় জঙ্গি কার্যকলাপ নিয়ে যারা তদন্ত করে, সেই এনআইএ (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)-তে এ ব্যাপারে খোঁজখবর নিতে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, এনআইএ দরকারে দিল্লিতে ডেকে পাঠিয়ে জেরা করতে পারে আহমেদ হাসান ইমরানকে।

English summary
Bangladesh blocks visa of TMC MP Imran, NIA to start investigation as well
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X