For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গণনাকেন্দ্র থেকে ব্যালট বক্স বাইরে ছুঁড়ে ফেলা হল! উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে

পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা গিয়েছিল কীভাবে রাজ্যের একের পর এক বুথ দখল করার ঘটনা। এমন কি বুথের ভিতর থেকে ব্য়ালটবক্স ছিনতাই করে নিয়ে যাওয়া তথা , ব্যালটবক্সে আগুন লাগাবার ঘটনাও দেখা গিয়েছিল ১৪ মে।

  • |
Google Oneindia Bengali News

পঞ্চায়েত নির্বাচনের সময় দেখা গিয়েছিল কীভাবে রাজ্যের একের পর এক বুথ দখল করার ঘটনা। এমন কি বুথের ভিতর থেকে ব্য়ালটবক্স ছিনতাই করে নিয়ে যাওয়া তথা , ব্যালটবক্সে আগুন লাগাবার ঘটনাও দেখা গিয়েছিল ১৪ মে। এবার নির্বাচনের গণনার দিন , গণনাকেন্দ্র থেকে ব্যালট বক্স তুলে নিয়ে গিয়ে বাইরে ফেলে দেওয়ার ঘটনা ঘটল দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে।

গণনাকেন্দ্র থেকে ব্যালট বক্স বাইরে ছুঁড়ে ফেলা হল! উত্তেজনা দক্ষিণ দিনাজপুরে

এদিন, স্ট্রং রুমের থেকে গণনাকেন্দ্রের দিকেব্য়ালট বক্স নিয়ে যাওয়ার সময়ে কংগ্রেস ও তৃণমূলের এজেন্টদের মধ্যে বচসা শুরু হয়। বচসা একটা সময়ে তীব্র আকার নেয়। শুরু হয় হাতাহাতি, মারধর। সেই সময়ে ফাঁকে তালে গণনাকেন্দ্রে দুষ্কৃতীরা ঢুকে পড়ে , ব্যালটবক্স তুলে নিয়ে গিয়ে কেন্দ্রের বাইরে ফেলে দেয়। ঘটনার খবর পেয়েই গঙ্গারামপুরের এসডিপিও-র বিপুল ব্যানার্জির নেতৃত্বে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয় । ঘটনার জেরে কিছুক্ষণ বন্ধ থাকে ভোট গণনা।

[আরও পড়ুন:জেলে বসেও নির্দল-কাঁটা উপড়ে ফেললেন আরাবুল, ভাঙড় তৃণমূলের মুখে জয়ের হাসি ][আরও পড়ুন:জেলে বসেও নির্দল-কাঁটা উপড়ে ফেললেন আরাবুল, ভাঙড় তৃণমূলের মুখে জয়ের হাসি ]

এদিকে, মাজদিয়ায় গণনাকেন্দ্রেই ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে। দিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতে একাধিক আসনে এগিয়ে ছিল সিপিএম প্রার্থী। অভিযোগ, এই সময় তৃণমূলের তরফে পুলিশের সামনেই সিপিএম-এর ছাপ মারা ব্যালটে ছাপ্পা মারতে শুরু করে দুষ্কৃতীরা। ঘটনার জেরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

[আরও পড়ুন: পঞ্চায়েতে জয় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে'র, লোকসভায় একই 'প্রতিচ্ছবি'র বার্তা অনুব্রতর][আরও পড়ুন: পঞ্চায়েতে জয় 'রাস্তায় দাঁড়িয়ে থাকা উন্নয়নে'র, লোকসভায় একই 'প্রতিচ্ছবি'র বার্তা অনুব্রতর]

English summary
Ballot paper thrown away from counting centre at Harirampur of West Bengal Panchayat Poll .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X