
পুরনির্বাচনে ফিরছে ব্যালট বাক্স! বিরোধিতায় বাম-কংগ্রেস ও বিজেপি
লোকসভা নির্বাচনের পর থেকেই বারবার বিরোধীরা ব্যালট বাক্স ফিরিয়ে আনার পক্ষে সওয়াল করেছেন। তবে জাতীয় নির্বাচন কমিশন ইভিএম-এর মাধ্যমেই নির্বাচন সম্পন্ন করার পথে হেঁটেছে। এদিকে বিরোধীদের মধ্যে ইভিএম বিরোধিতার অন্যতম মুখ ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তাঁর সরকারের সুপারিশেই ফিরতে পারে ব্যালট।

এপ্রিল মাসে পারে রাজ্যের পুরনির্বাচন
জানা গিয়েছে চলতি বছরের এপ্রিল মাসেই হতে পারে রাজ্যের পুরনির্বাচন। এই মর্মে বুধবার এক বৈঠক করেন রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাস। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের তিন জেলাশাসক ও কলকাতার (উত্তর ও দক্ষিণ) দুই নির্বাচনী আধিকারিক। সেখানেই তাদের আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলা হয়।

পুরভোটে ইভিএম-এর বদলে এবার ব্যালট
উল্লেখযোগ্য বিষয়, এদিন আধিকারিকদের না কি বলা হয় যে পুরভোটে ইভিএম-এর বদলে এবার ব্যালট ব্যবহার করা হতে পারে। তার জন্য যেন তাঁরা প্রস্তুত থাকেন। আসলে ব্যালটে নির্বাচন সম্পন্ন করার দিকেই ঝুঁকে রয়েছে রাজ্য সরকার। এবং নবান্ন থেকে সবুজ সংকেত মিললেই এই পথে হাঁটা হতে পারে বলে খবর।

২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল
২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে চলতি বছর বাংলায় কলকাতা, বিধাননগর, হাওড়া, আসানসোল, শিলিগুড়ি পুর নিগম-সহ রাজ্যের মোট ১১২ পুরসভায় নির্বাচন হওয়ার কথা। আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এই নির্বাচনগুলিকে সেমিফাইনাল হিসাবে দেখা হচ্ছে। তৃণমূল কংগ্রেস ও বিজেপি, উভয় দলই এই নির্বাচনগুলিকে পাখির চোখে দেখছে।

মোট দুই পর্বে হবে ১১২টি পুরসভা ও নিগমের নির্বাচন
কমিশন-সূত্রে খবর, মোট দুই পর্বে এই ১১২টি পুরসভা ও নিগমের ভোটপর্ব সাঙ্গ করার কথা ভাবা হচ্ছে। এর মধ্যে আগামী এপ্রিল মাসে প্রথম পর্বে কলকাতা, হাওড়া, শিলিগুড়ি-সহ মোট ১০২টি পুরসভা ও নিগমের ভোট সেরে ফেলা হবে। আসানসোল ও বিধাননগর পুরনিগম-সহ বাকি ১০টিতে নির্বাচন হবে পুজোর পর। তবে দিনঘোষণার থেকেও এদিনের বৈঠকের পর বড় ইস্যু হয়ে উঠেছে ভোটগ্রহণ পদ্ধতি।


ব্যালটের পক্ষে সওয়াল করেছিলেন মমতা
প্রসঙ্গত, এর আগে ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ দাবি ছিল যে, 'ইভিএম নয়, ব্যালট চাই। গণতন্ত্র বাঁচাতে চাই।' তাছাড়া লোকসভা নির্বাচনের সময় থেকেই ইভিএমের পরিবর্তে ব্যালট ফেরানো নিয়ে মুখর হয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তবে মমতা ব্যালটে নির্বাচন চাইলেও বাম-কংগ্রেস ও বিজেপি ইতিমধ্যেই ইভিএম-এ ভোট করানোর পক্ষে সওয়াল করে কমিশনের দ্বারস্থ হয়েছে। তাই মনে করা হচ্ছে নির্বাচন শুরুর আগেই ভোটগ্রহণের এই প্রক্রিয়া নিয়ে শুরু হতে পারে রাজনৈতিক তরজা।