For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির মেগা রোড শো-এর আগে ধাক্কা! বৈশাখীর নতুন সিদ্ধান্ত নিয়ে জল্পনা তুঙ্গে

বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterjee) প্রথম বড় কর্মসূচি কলকাতায়। পুলিশ অনুমতি না দিলেও সাধারণ মানুষের সাড়ার প্রতীক্ষায় বিজেপির রাজ্য দফতর। যদিও ইতিমধ্যে্ই জল্পনা বাড়িয়েছেন বৈশাখী বন্দ্যো

  • |
Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দেওয়ার পর শোভন চট্টোপাধ্যায়ের (sovan chatterjee) প্রথম বড় কর্মসূচি কলকাতায়। পুলিশ অনুমতি না দিলেও সাধারণ মানুষের সাড়ার প্রতীক্ষায় বিজেপির রাজ্য দফতর। যদিও ইতিমধ্যে্ই জল্পনা বাড়িয়েছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। রোড শো-এ অংশগ্রহণ নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বৈশাখী বন্দ্যোপাধ্যায় (baishakhi banerjee)।

 কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ

কর্মসূচিতে অনুমতি দেয়নি পুলিশ

রবিবার কলকাতা পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে বিজেপির রোড শো-এ অনুমতি দেওয়া হচ্ছে না। তবে বিজেপির তরফে অনুমতির চেষ্টার কোনও ত্রুটি ছিল না বলেই জানা গিয়েছে। প্রথমে যে রাস্তা দিয়ে কর্মসূচির পরিকল্পনা করা হয়েছিল, পুলিশ আপত্তিতে তা বদলানো হয়। কিন্তু তারপরেই যানজটের সম্ভাবনা কথা বলে পুলিশের তরফে জানিয়ে দেওয়া হয়েছে রোড-শো-এর কোনও অনুমতি দেওয়া হচ্ছে না। বিজেপির পরিকল্পনা অনুযায়ী, মোমিনপুর থেকে মাঝেরহাট, টালিগঞ্জ হয়ে রোড শো শুরু হয়ে মুরলি ধর লেন পর্যন্ত রোড শো হওয়ার কথা। এদিকে মেগা রোড শো-এর আগে রবিবার রাতে শোভন চট্টোপাধ্যায়ের গোলপার্কের ফ্ল্যাটে বৈঠকে বসেন বিজেপির কলকাতা জোনের দায়িত্বপ্রাপ্ত নেতারা।

 কর্মসূচিতে অবিচল বিজেপি

কর্মসূচিতে অবিচল বিজেপি

তবে বিজেপি তাদের কর্মসূচিতে অবিচল রয়েছে। গেরুয়া শিবিরের স্পষ্টবার্তা রোড শো হবেই। নির্দিষ্ট সময় দুপুর সাড়ে তিনটেতেই শুরু করা হবে রোজ শো। যদি নবান্ন অভিযানের মতো পরিস্থিতি তৈরি হয়, তার জন্য পুলিশ দায়ী থাকবে বলে জানানো হয়েছে। বিজেপি নেতা সায়ন্তন বসু কলকাতা পুলিশের এই সিদ্ধান্তকে লজ্জাজনক এবং অগণতান্ত্রিক বলে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, বিজেপি কর্মসূচি নিলে পুলিশ অনুমতি দিতে চায় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে পুলিশ অনুমতি দেয়। প্রয়োজনে পুলিশের অনুমতি ছাড়াই বিজেপি পথে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

থাকছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়

থাকছেন না বৈশাখী বন্দ্যোপাধ্যায়

এদিকে বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তিনি সোমবারের রোড শোতে থাকতে পারছেন না। ব্যক্তিগত কারণের কথা উল্লেখ করেছেন তিনি। সিদ্ধান্তের কথা দলকেও তিনি জানিয়েছেন বলে উল্লেখ করেছেন। বৈশাখী বন্দ্যোপাধ্যায় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তাঁকে রোড শোতে আমন্ত্রণ জানানোই হয়নি।

সাতাশে ডিসেম্বর শোভন চট্টোপাধ্যায়কে কলকাতার জোনের অবজারভার করা হয়। সঙ্গে কনভেনর করা হয় দেবজিৎ সরকারকে। কোন কনভেনর করা হয় বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং শঙ্কুদেব পণ্ডাকে।

বিজেপির রাজ্য দফতরের শোভন চট্টোপাধ্যায়ের নামফলক

বিজেপির রাজ্য দফতরের শোভন চট্টোপাধ্যায়ের নামফলক

বিজেপির রাজ্য দফতর মুরলিধর সেন লেনে মুকুল রায়ের জন্য বরাদ্দ করা ঘরটি শোভন চট্টোপাধ্যায়কে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘরের বাইরের দরজায় শোভন চট্টোপাধ্যায়ের নাম ফলক বসানো হয়েছে। মুরলিধর সেন লেনে দোতালায় রয়েছে ঘরটি। মুকুল রায়ের ক্ষেত্রে অনুগামী, দর্শণার্থীরা ভিড় করায় অসুবিধা তৈরি হয়েছিল। তারপর করোনা পরিস্থিতির জেরে এই অফিসে আর আসতেনই নমা মুকুল রায়। বর্তমানে হেস্টিংস পার্টি অফিসে ৮ তলার একটি ঘর মুকুল রায়ের জন্য বরাদ্দ করা হয়েছে।

English summary
Baishakihi Banerjee will not be present at BJP's mega road show programme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X