For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির থেকে পুরনো দলে ভালো ছিলেন! শোভনের কথা তুলে প্রশস্তির বন্যা 'বন্ধু' বৈশাখীর

বিজেপি যোগ দিয়ে হাটে হাঁড়ি ভাঙতে শুরু করে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একাহাত নিয়ে তিনি অভিযোগ করলেন, বিজেপি তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে।

Google Oneindia Bengali News

বিজেপিতে যোগ দিয়ে হাটে হাঁড়ি ভাঙতে শুরু করে দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে একাহাত নিয়ে তিনি অভিযোগ করলেন, বিজেপি তাঁর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে। হঠাৎ তাঁর মুখে প্রশস্তি তৃণমূল কংগ্রেসের। শোভন চট্টোপাধ্যায়ের নাম করে বৈশাখীর উক্তি, বিজেপিকে যা দেখছি, তার থেকে অনেক ভালো ছিল পুরনো দল।

দু-সপ্তাহেই বিতর্কের বন্যা শোভন বৈশাখীকে নিয়ে

দু-সপ্তাহেই বিতর্কের বন্যা শোভন বৈশাখীকে নিয়ে

মাত্র দু-সপ্তাহ হয়েছে বিজেপিতে যোগ দিয়েছেন শোভন-বৈশাখী। এরই মধ্যে বিতর্কের বন্যা বয়ে যাচ্ছে। আর গেরুয়া জার্সি গায়ে পরেই তাঁরা ভুল বুঝতে পারছেন। তাই বৈশাখী এদিন এমন অভিযোগও করতে তিনি পিছপা হলেন না যে, তাঁদের অন্ধকারে রেখে বিজেপিতে যোগদান করানো হয়েছিল।

বৈশাখীর মন না গললে শোভন থাকবেন না

বৈশাখীর মন না গললে শোভন থাকবেন না

বৈশাখীর কথায় এটা অন্তত পরিষ্কার, শোভনকে বিজেপিতে রাখতে গেলে বৈশাখীর মনই আগে গলাতে হবে। বৈশাখীর মন না গললে শোভন একা বিজেপিতে খাকবেন না। রাজ্য বিজেপির বিরুদ্ধে এনই সাংঘাতিক সব অভিযোগ নিয়ে তাই তাঁরা দিল্লির দরবারে হাজির হয়ে গিয়েছেন।

শোভন-বৈশাখীর মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি

শোভন-বৈশাখীর মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি

এই ১৫ দিনেই তাঁদের মোহভঙ্গ হয়েছে বিজেপির প্রতি। শোভন-বৈশাখী যে এভাবে বিজেপিতে থাকতে চান না,তা কৈলাশ বিজয়বর্গীয়র বাড়িতে গিয়ে সাফ জানিয়ে এসেছেন দুজনে। তারপর তাঁদের দিল্লি যাত্রাও বিশেষ তাৎপর্যপূর্ণ। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই বৈশাখীর সঙ্গে ঝামেলার শুরু রাজ্য সভাপতি দিলীপ ঘোষের।

শোভনও বিজেপি থেকে নিষ্কৃতি পেতে চাইছেন!

শোভনও বিজেপি থেকে নিষ্কৃতি পেতে চাইছেন!

বৈশাখীর অভিযোগ, তাঁদের বৈঠকে না ডেকে মিথ্যা কথা বলা হচ্ছে। যোগদান মঞ্চ থেকে যা ঘটছে, তার পর বিজেপিতে তিতিবিরক্ত তিনি। শোভনও বিজেপি থেকে নিষ্কৃতি পেতে চাইছেন বলে বৈশাখীর দাবি। বৈশাখীর এই দাবিতে বিজেপিতে যে তাঁরা আর থাকছেন না, তারই আভাস রয়েছে।

আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিতেও তৈরি ওঁরা

আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিতেও তৈরি ওঁরা

এমনকী পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ইস্তফা দিতে পারেন। বৈশাখীর উপরে তিতিবিরক্ত রাজ্য বিজেপিও। প্রথন দিন থেক তাঁর আচার আচরণ নাকি বিজেপির রাজ্য নেতৃত্বেরও ভালো লাগছে না। তাই শীঘ্রই বিজেপিতে শোভন-কাহিনির পরিসমাপ্তি ঘটতে পারে।

বিজেপিতে যাওয়ার সেতু বৈশাখী না থাকলে.

বিজেপিতে যাওয়ার সেতু বৈশাখী না থাকলে.

বৈশাখীর কথায়, শোভনদা তাঁকে বলেছেন, বিজেপিতে যাওয়ার সেতু ছিলে তুমি। তুমি না থাকলে আমিও থাকতে চাই না। আর এক মুহুর্ত তিনি এই দলে থাকতে চান না বলে দাবি করে বৈশাখী বলেন শোভনদা বিজেপি থেকে নিষ্কৃতি চাইছেন। বলছেন পুরনো দল অনেক ভালো ছিল।

প্রশ্নে শোভনের রাজনৈতিক ভবিষ্যৎ

প্রশ্নে শোভনের রাজনৈতিক ভবিষ্যৎ

রাজনৈতিক মহলের মতে শোভন চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লে তাঁর রাজনৈতিক জীবন নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। রাজ্য বিজেপির পক্ষ থেকে এ ব্যাপারে বিতর্ক না বাড়িয়ে জানানো হয়েছে, কোনও অভিযোগ থাকলে উপযুক্ত জায়গায় জানাতেই পারেন শোভনবাবুরা। আর তৃণমূল শোভন-বৈশাখীকে নিয়ে মুখে কুলুপ এঁটেছেন।

<strong>[আরও পড়ুন:বালুরঘাট হাসপাতালে প্রথমবার এন্ডোক্রাইন জাতীয় অস্ত্রোপ্রচার]</strong>[আরও পড়ুন:বালুরঘাট হাসপাতালে প্রথমবার এন্ডোক্রাইন জাতীয় অস্ত্রোপ্রচার]

[আরও পড়ুন:'বিজেপি, বজরং দল পাকিস্তানি গোয়েন্দাদের থেকে টাকা নিচ্ছে '! বিস্ফোরক দিগ্বিজয়][আরও পড়ুন:'বিজেপি, বজরং দল পাকিস্তানি গোয়েন্দাদের থেকে টাকা নিচ্ছে '! বিস্ফোরক দিগ্বিজয়]

English summary
Baishakhi Banerjee says TMC far better from BJP, seems Sovan Chatterjee. Sovan and Baishakhi can leave BJP within 15 days of joining,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X