For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মন্ত্রিত্বে বদলের ফলেই কি পরিবেশ দফতর থেকে বৈশাখীর ইস্তফা! ফের বিতর্কে শোভন

শোভন চট্টোপাধ্যায়ের স্থলাভিষিক্ত হয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার মন্ত্রিসভার এই রদবদলের পরই পরিবেশ দফতরের বিশেষ পদ থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

Google Oneindia Bengali News

পরিবেশ দফতর থেকে অব্যাহত দেওয়া হয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। মমতার মন্ত্রিসভার এই রদবদলের পরই পরিবেশ দফতরের বিশেষ পদ থেকে ইস্তফা দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের অপসারণের পর বৈশাখীর ইস্তফা বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

মন্ত্রিত্বে বদলের ফলেই কি পরিবেশ দফতর থেকে বৈশাখীর ইস্তফা! ফের বিতর্কে শোভন

শোভনের পারিবারিক বিবাদে ঝড় ওঠার পরই বৈশাখীর নাম সামনে আসে। তাঁর সঙ্গে শোভনের সম্পর্ক নিয়েও অনেক জলঘোলা হয়। যদিও মন্ত্রী-মেয়র শোভন চট্টোপাধ্যায় ও পরিবেশ দফতরের আধিকারিক বৈশাখী বন্দ্যোপাধ্যায়ই শুধুই ভালো বন্ধু বলে উভয়ের দাবি। শোভনের দুঃসময়ে বৈশাখীই ছিলেন তাঁর প্রকৃত বন্ধু।

শোভনের ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক বিবাদ নিয়ে এখন লড়াই চলছে আদালতে। এদিকে শোভনের গুরুত্ব কমতে থাকে দলেও। তৃণমূলে কোণঠাসা শোভন যখন ঘরে-বাইরে প্রবল চাপের মুখে, তখন মমতার মন্ত্রিসভায় গুরুত্ব হারান তিনি। পরিবেশ দফতর তাঁর হাত থেকে নিয়ে তুলে দেওয়া হয় শুভেন্দুর হাতে।

বর্তমানে শোভন চট্টোপাধ্যায় শুধু দমকলমন্ত্রী। পরিবেশমন্ত্রী এখন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর হাতে দফতর যাওয়ার পরই শোভনের টিমের বিশেষ দায়িত্বপ্রাপ্ত বৈশাখী পদত্যাগ করেন। তিনি ইস্তফা দিয়ে শুভেন্দু অধিকারীকে দফতরের নতুন দায়িত্ব পাওয়ার জন্য শুভেচ্ছা জানান। তিনি বলেন, দফতরের মন্ত্রী নিজের মতো করে তাঁর টিম সাজিয়ে নেন। তাই আমি ইস্তফা দিলাম।

[আরও পড়ুন:মমতার বিরুদ্ধে নালিশ নিয়ে রাষ্ট্রপতির দরবারে বিজেপি, দেশজুড়ে আন্দোলনের নির্দেশ মোদীর][আরও পড়ুন:মমতার বিরুদ্ধে নালিশ নিয়ে রাষ্ট্রপতির দরবারে বিজেপি, দেশজুড়ে আন্দোলনের নির্দেশ মোদীর]

যদিও বৈশাখীর এই ইস্তফার পরই রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। শোভনের অপসারণের জন্যই যে বৈশাখীও সরে যাচ্ছেন, তা মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। প্রশ্ন উঠেছে এত আধিকারিকের মধ্যে বৈশাখী দেবীই সরে যাচ্ছেন কেন? তাহলে কি শোভনবাবুর অপসারিত হয়েছেন বলেই তিনি নিজেকে সরিয়ে নিচ্ছেন? স্বাভাবিক নিয়মেই তা নিয়ে চর্চা চলছে।

English summary
Baishakhi Banerjee resigns from environment department after Sovan chatterjee’s removal. Mamata Banerjee decides to remove Sovan from this ministry. Subhendu takes this responsibility,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X