For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শোভন ভাত হলেও ডাল হয়ে মিশবেন না বৈশাখী! দিলীপের রসিকতায় স্পষ্ট জবাব

বিজেপি পরিবারে শোভন-বৈশাখীর গৃহপ্রবেশের দিনেই বিতর্ক আরও তীব্র রূপ নিল। এবার ডাল-ভাত বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল আবার।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি পরিবারে শোভন-বৈশাখীর গৃহপ্রবেশের দিনেই বিতর্ক আরও তীব্র রূপ নিল। এবার ডাল-ভাত বিতর্ক মাথাচাড়া দিয়ে উঠল আবার। শোভন-বৈশাখীকে ডাল-ভাত বলে রসিকতা করেছিলেন দিলীপ ঘোষ। তারপরই সেই বিতর্ক উসকে কড়া জবাব দিলেন বৈশাখী। দিলীপ ঘোষকে পাশে বসিয়েই তিনি জিজ্ঞাসা করেন, কে ডাল আর কে ভাত!

শোভন যদি ভাত হন ডাল হয়ে মিশবেন না বৈশাখী

বৈশাখীর উত্তরে অস্বস্তি বাড়তে পারে দিলীপ ঘোষের। তিনি বলেন, আমি বুঝলাম না, কে ডাল আর কে ভাত? শোভনদা যদি ভাত হয়, আমি ডালের মতো মিশে যাই সবসময়, এ ধারণা ভুল। কারণ আমি নিজের শিক্ষায় শিক্ষিত হয়ে চলি, কার উপর নির্ভর করি না। তাই ডাল হয়ে ভাতের সঙ্গে মিশতে রাজি নই।

বৈশাখী বলেন, আমি যদি ভাত হই, আমার ঘাড়ে চড়ে শোভনদা ঘুরে বেড়াচ্ছেন, এ ধারণাও ভুল। কারণ এত শক্ত ঘাড় আমার নয় যে, শোভনদাকে বয়ে নিয়ে যেতে পারব। তাই দিলীপদার এ কথা মানতে পারছি না। তাঁদের বিজেপি দফতরে অভ্যর্থনা জানানোর দিনেও তাই বিতর্ক পিছু ছাড়ল না।

উল্লেখ্য, দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে ১৪ আগস্ট বিজেপিতে নাম লেখান শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়। দিল্লিতে তাঁরা যোগদান করেন। তারপর রাজ্যে ফিরতেই তাঁদের সংবর্ধনার ব্যবস্থা করা হয়। রাজ্য বিজেপির তরফে সেই সংবর্ধনা ঘিরেই বিতর্ক দানা বাঁধে।

English summary
Baishakhi Banerjee counters Dilip Ghosh for his jokes with Sovan and Baishakhi. Dilip Ghosh says Sovan and Baishakhi are like ‘dal’ and ‘bhat’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X