For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৫ দিন খাবার দেয়নি! দিদি-র আসল রূপ প্রকাশে বুলবুল বিধ্বস্ত এলাকায় তৎপর বাবুল

দক্ষিণ ২৪ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি নামখানা থেকে যাত্রা শুরু করেন। সেখানে তৃণমূলের তরফে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর তিনি বকখালি এবং ফ্রেজা

  • |
Google Oneindia Bengali News

দক্ষিণ ২৪ পরগনার বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন বাবুল সুপ্রিয়। এদিন তিনি নামখানা থেকে যাত্রা শুরু করেন। সেখানে তৃণমূলের তরফে তাঁকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। এরপর তিনি বকখালি এবং ফ্রেজারগঞ্জেও যান। ক্ষতিগ্রস্তদের সবরকমের সাহায্যের আশ্বাস দেন তিনি। বাবুল সুপ্রিয় দাবি, তিনি আসছেন, জেনেই অনেক দুর্গত এলাকায় এদিনই ত্রাণের ব্যবস্থা করা হয়েছে।

ত্রাণ না পাওয়ার অভিযোগ

দক্ষিণ ২৪ পরগনার বিস্তীর্ণ এলাকায় বাবুল সুপ্রিয় সফর কালে ত্রাণ না পাওয়ার অভিযোগ ওঠে। এলাকাগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার কোনও সাহায্য মেলেনি বলেও অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।

এনডিআরএফ-এর টিম পাঠানোর আশ্বাস

বাবুল সুপ্রিয় জানান, এলাকায় যাবে এনডিআরএফ-এর টিম। তারা ক্ষয়ক্ষতি নিরুপন করবে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি

ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন বাবুল সুপ্রিয়। বলেন. যতটা পারবেন, সব জায়গায় যাওয়ার চেষ্টা তিনি করবেন।

'ত্রাণের জন্য বিজেপিকে বলুন'

দুর্গত মানুষদের অনেকেরই অভিযোগ, এলাকার তৃণমূল নেতারা বলছেন, ত্রাণের জন্য বিজেপিকে বলুন।

চালক যখন বাবুল সুপ্রিয়

এদিন দুর্গত এলাকায় নিজেই গাড়ি চালিয়ে যান। তৃণমূলে বাধায় পড়ার পরে তিনি বাইকে সওয়ার হন। অনেকেই অভিযোগ করেন ৫ দিন ধরে খাবার পাননি। তিনি যাচ্ছেন শুনে এদিনই দুর্গতদের খাবার দেওয়া হয়। এই সময় বাবুল সুপ্রিয়কে বলতে শোনা যায়, দিদির আসল রূপ প্রকাশ হয়ে পড়েছে।

English summary
Babul Supriyo visits Cyclone Bulbul affected areas of South 24 Parganas. He also assures every possible help.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X