For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূলের পতাকা হাতে হাঁটা তারকারাই ভোট দেবে বিজেপিকে, জয়ের স্বপ্নে বাবুল

তৃণমূলের পতাকা হাতে হাঁটা তারকারাই ভোট দেবে বিজেপিকে, জয়ের স্বপ্নে বাবুল

Google Oneindia Bengali News

তৃণমূলের মিছিলে পতাকা হাতে হাঁটা তারকারা ভোট দেবে বিজেপিকেই। টালিগঞ্জের বিজেপি প্রার্থী কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় তাই জয়ের স্বপ্নে বিভোর। তিনি মনে করেন, তৃণমূল ধমকে-চমকে টালিগঞ্জের কলাকুশলীদের মিছিলে নিয়ে আসছেন। কিন্তু সেই চেষ্টা বৃথাই যাবে। তৃণমূলের পতাকা হাতে যাঁরা হাঁটছেন, তাঁরাই আগে ভোট দেবেন পদ্মফুলে।

তৃণমূলের পতাকা হাতে রাস্তায় হাঁটা কলাকুশলীদেরও টার্গেট বিজেপির

তৃণমূলের পতাকা হাতে রাস্তায় হাঁটা কলাকুশলীদেরও টার্গেট বিজেপির

টালিগঞ্জের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র অভিযোগ, তৃণমূলের নেতারা সারা বছর সন্ত্রাস চালান। এখন ভোটের সময় কমেডি শো করছেন। কিন্তু তারকাদের ধমকে-চমকে মিছিলে নিয়ে এসে কোনও লাভ নেই। সব কমেডি শো নিরানন্দে পরিণত হবে ২ মে-র পর। কেননা তৃণমূলের পতাকা হাতে রাস্তায় হাঁটা কলাকুশলীরা তাঁর পক্ষেই রয়েছেন।

অরূপ বিশ্বাসের সঙ্গে ভোট-যুদ্ধে নেমেছেন ‘সাংসদ’ বাবুল সুপ্রিয়

অরূপ বিশ্বাসের সঙ্গে ভোট-যুদ্ধে নেমেছেন ‘সাংসদ’ বাবুল সুপ্রিয়

টালিগঞ্জে এবার তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের সঙ্গে লড়াইয়ে নেমেছেন বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তিনি এবার প্রার্থী হয়েছেন টলি-পাড়ায়। আর সিপিএমের প্রার্থী হয়েছেন দেবদূত ঘোষ। জমজমাট লড়াই টালিগঞ্জে। এখানকার রানিং এমএলএ অরূপ বিশ্বাসকে চ্যালেঞ্জ ছুড়ে বাবুল কড়া বার্তা দিয়েছেন।

তৃণমূলের বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর অভিযোগ আনেন বাবুল

তৃণমূলের বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর অভিযোগ আনেন বাবুল

বাবুল এদিন নাম না করে অভিযোগ করেন, টালিগঞ্জে মাফিয়ারাজ চালাচ্ছেন তৃণমূল নেতা। তাঁর অভিযোগের তির তৃণমূল প্রার্থী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের দিকে। তাঁর বিরুদ্ধে মাফিয়ারাজ চালানোর অভিযোগ আনেন বাবুল। এর আগে সম্প্রতি বিজেপিতে যোগ দেওয়া কিছু তারকাও একই অভিযোগ তুলেছিলেন।

টালিগঞ্জের লড়াইও এবার জমজমাট হবে কলাকুশলীদেন নিয়ে

টালিগঞ্জের লড়াইও এবার জমজমাট হবে কলাকুশলীদেন নিয়ে

২০১৯ থেকেই টলিউড়ে তৃণমূলের সঙ্গে লড়াইয়ের জন্য একটি সমান্তরাল সংগঠন তৈরি করে ফেলেছে বিজেপি। একাধিক তারকাকে যোগদান করিয়ে বিজেপি তৃণমূলের ক্ষমতা খর্ব করার মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন। টলিউড এবার বাংলার ভোটেও দুভাগ হয়েছে। উভয় পার্টি থেকেই প্রার্থী হয়েছেন অনেকে। তাই টালিগঞ্জের লড়াইও যে এবার জমজমাট হবে কলাকুশলীদেন নিয়ে, তা বলার অপেক্ষা রাখে না।

 এরপর পর কি মমতার নিশানায় বাংলার জনগণ, মমতাদিদিকে নিয়ে বিস্ফোরক বিজেপির ত্রিপুরা জয়ের কারিগর এরপর পর কি মমতার নিশানায় বাংলার জনগণ, মমতাদিদিকে নিয়ে বিস্ফোরক বিজেপির ত্রিপুরা জয়ের কারিগর

English summary
Babul Supriyo throws challenge to Arup Biswas before Assembly election of Tollygunj
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X