For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজেকেই ‘কোর্ট’ ভাবছেন শুভেন্দু অধিকারী! ‘মিম মেটেরিয়াল’ বলে কটাক্ষ বাবুলের

নিজেকেই ‘কোর্ট’ ভাবছেন শুভেন্দু অধিকারী! ‘মিম মেটেরিয়াল’ বলে কটাক্ষ বাবুলের

Google Oneindia Bengali News

শুভেন্দু অধিকারী এখন নিজেকেই কোর্ট ভাবতে শুরু করেছেন। তাই একটার পর একটা শুনানির দিন দিচ্ছেন তিনি। এমনই শরীরিভাষা দেখাচ্ছেন যে নিজেকে 'মিম মেটেরিয়াল'-এ পরিণত করেছেন। শুক্রবার জলপাইগুড়ি থেকে রাজ্যের বিরোধী দলনেতাকে এই ভাষাতেই আক্রমণ শানালেন পর্যটনমন্ত্রী বাবুল সুপ্রিয়।

পুনরায় তারিখ দেওয়ার আগে একটু ভাবা দরকার

পুনরায় তারিখ দেওয়ার আগে একটু ভাবা দরকার

বাবুল সুপ্রিয় বলেন, শুভেন্দু অধিকারী তারিখ দিচ্ছেন সভায় বক্তৃতা দিতে গিয়ে। আর তারপর কী হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। শুভেন্দু বার বার তারিখ দিচ্ছেন, আর সেইদিন এক এক জন মানুষের প্রাণ চলে যাচ্ছে। তারিখ দেওয়া একান্তই তার ব্যক্তিগত ব্যপার। তবুও তাঁর তারিখ দেওয়ার সঙ্গে সঙ্গে যা ঘটছে, পুনরায় তারিখ দেওয়ার আগে তাঁর একটু ভাবা দরকার।

তারিখ দিয়ে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে

তারিখ দিয়ে নিরীহ মানুষের প্রাণ গিয়েছে

প্রথমে ১২, ১৪ ও ২১ ডিসেম্বর তারিখ দিয়েছিলেন। তার মধ্যে ১২ ডিসেম্বর সিবিআই হেফাজতে এক অভিযুক্তের মৃত্যু হয়েছে। আর ১৪ ডিসেম্বর তাঁর সভাতেই ঘটেছে মর্মান্তিক ঘটনা। তিনজন নিরীহ মানুষের প্রাণ চলে গিয়েছে। তারপর তাঁর দেওয়া শেষ তারিখ ছিল ২১ ডিসেম্বর। সেদিন অপ্রীতিকর কিছু না ঘটলেও, সেদিন তিনি ফের নতুন তারিখ দিয়েছেন।

১৪ তারিখ জন্মদিনের পার্টি দিয়েছিলেন

১৪ তারিখ জন্মদিনের পার্টি দিয়েছিলেন

আর এই তারিখ দেওয়া নিয়েই বাবুল সুপ্রিয় কটাক্ষ করেন, আবার তিনি জন্য তারিখ দিচ্ছেন। ১৪ তারিখ উনি কীসের তারিখ দিয়েছিলেন, জানেন। উনি একটা করে শুনানির তারিখ দিচ্ছেন। আর ১৫ তারিখ ওনার জন্মদিন ছিল, আমারও জন্মদিন সেটা। উনি ১৪ তারিখ জন্মদিনের পার্টি দিয়েছিলেন।

উনি এখন নিজেকেই কোর্ট ভাবছেন

উনি এখন নিজেকেই কোর্ট ভাবছেন

এভাবে ডেট দেওয়া নিয়ে বাবুলের কটাক্ষ, এভাবেই কি ডেডলাইন দেওয়া যেতে পারে। বিজেপিতে কী হয়, তা আমি জানি। আমার থেকে ভালো উনি জানেন না। আসলে উনি এখন নিজেকেই কোর্ট ভাবছেন। যখন উনি বক্তব্য রাখেন, তখন ওনার বডি-ল্যাঙ্গুয়েজ দেখলেই সব বোঝা যায়।

মিম মেটেরিয়াল তৈরি করছেন নিজেকে

মিম মেটেরিয়াল তৈরি করছেন নিজেকে

এরপর বাবুল সুপ্রিয় কটাক্ষ করেন, শুভেন্দুবাবু আদতে মিম মেটেরিয়াল তৈরি হচ্ছেন। যাঁরা মিম বানায় তাঁদের আর কষ্ট করতে হচ্ছে না। শুভেন্দু অধিকারীর ঘোষণা এবং ঘোষণার ধরণগুলোই মিম হয়ে যাচ্ছে। উনি ডেট দিচ্ছেন দিন, তাতে উনি যদি ভালো থাকেন, থাকুন। উনি সুস্থ থাকুন এটাই চাই।

আবার বলেছেন, ৩৬৫ দিনই ডেডলাইন

আবার বলেছেন, ৩৬৫ দিনই ডেডলাইন

দলে কী আলোচনা হয় তা ড্রেসিংরুমের ভিতরের বিষয়, বাইরে বলা উচিত নয়। কিন্তু উনি সব বাইরে প্রকাশ করে দিচ্ছেন। আর নিজেকেই হাসির খোরাকে পরিণত করছেন। উনি ২১ ডিসেম্বর আবার বলেছেন, ৩৬৫ দিনই ডেডলাইন। আবার বলছেন বিধায়কদের দলবদল করিয়ে ক্ষমতা চান না। ভোটে জিতেই ক্ষমতায় আসতে চান, ডাবল ইঞ্জিন সরকার গড়তে চান না।

গোটা মানবাজাতির উপর ধাক্কা

গোটা মানবাজাতির উপর ধাক্কা

এদিন পর্যটন মন্ত্রী বাবুল সুপ্রিয় উদ্বেগ প্রকাশ করে বলেন, কোভিড-এর চতুর্থ ঢেউ এলে পর্যটনশিল্পে ধাক্কা আসবে। সরকারের নির্দেশিকা মেনেই সব কিছু বিধি আরোপ করা হবে। কোভিডের চতুর্থ ওয়েভ এলে চিনের বিরাট সংখ্যক জনসংখ্যা আক্রান্ত হতে পারে। মাস্ক পরা আমরা বন্ধ করে দিয়েছি। আবার সেটা পরতে হবে।আগামী দুই দিনের মধ্যে সব সিদ্ধান্ত হয়ে যাবে। আমরা চাই আগে থেকে সাবধানতা অবলম্বন করতে।এটা শুধু পর্যটনের উপর ধাক্কা নয়, গোটা মানবাজাতির উপর ধাক্কা।

রাজীব ফের বড় দায়িত্বে, ত্রিপুরায় নির্বাচনের আগে নতুন টিম তৈরি করে ফেলল তৃণমূলরাজীব ফের বড় দায়িত্বে, ত্রিপুরায় নির্বাচনের আগে নতুন টিম তৈরি করে ফেলল তৃণমূল

English summary
Babul Supriyo takes on Suvendu Adhikari as MIM material and thought self as Court
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X