For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কনভয়ে দুষ্কৃতী হামলা, অল্পের জন্য রক্ষা পেলেন বাবুল! ভিডিও ফুটেজ নির্বাচন কমিশনে

উত্তর ২৪ পরগনার বসিরহাটে নির্বাচনী জনসভা শেষ করে কলকাতায় ফেরার পথে আক্রান্ত হলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়।

Google Oneindia Bengali News

উত্তর ২৪ পরগনার বসিরহাটে নির্বাচনী জনসভা শেষ করে কলকাতায় ফেরার পথে আক্রান্ত হলেন আসানসোল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। বারাসতের কাছে কদম্বগাছিতে টাকি রোডে বাবুল সুপ্রিয়ের গাড়ি আটকে কনভয়ের উপর হামলা চালায় দুষ্কৃতীরা।

কনভয়ে দুষ্কৃতী হামলা

এই ঘটনায় অভিযোগের তির শাসকদলের দিকে। কোনওমতে বাবুল সুপ্রিয়র নিরাপত্তা কর্মীরা তাঁকে নিরাপদে সরিয়ে আনেন। ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের কাছে ভিডিও ফুটেজ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ দায়ের করেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব।

কনভয়ে দুষ্কৃতী হামলা

দিল্লি থেকে ঘটনার বিবরণ জানতে চেয়ে রাতেই রিপোর্ট পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার পর বাবুল সুপ্রিয়কে ফোন করে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তাঁর শারীরিক অবস্থায় খোঁজ খবর নেন। ঘটনার বিবরন শোনেন। বিজেপির তরফ থেকে পুলিশি গাফিলতির অভিযোগ তোলা হয়েছে। বিজেপি নেতৃত্ব দত্তপুকুর থানার আইসির অপসারণের দাবি তুলেছে।

কনভয়ে দুষ্কৃতী হামলা

এদিকে পশ্চিম মেদিনীপুরের শালবনী ব্লকের মুসিনা গ্রামে ভোট সম্পূর্ণ হওয়ার পর তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন বিশ্রাম করছিলেন, সেই সময় ৪০-৫০টি মোটরসাইকেলে সওয়ার হয়ে বিজেপি দুষ্কৃতীরা ধারালো অস্ত্রসহ তাদের ওপর হামলা চালায়। এই হামলায় গুরুতর আহত হন ৫ তৃণমূল কংগ্রেস কর্মী। আহতদের শালবনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

English summary
Babul Supriyo’s convoy is attacked in Basirhat of North 24 pargana. Election Commission wants VDO footage.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X