For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরে বাবুল নিগ্রহকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি! বাম-বিজেপির থানায় অভিযোগ থেকে জোড়া মিছিল

যাদবপুরে বাবুল সুপ্রিয় নিগ্রহকাণ্ডে রীতিমতো তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার ঘটনার জেরে এসএফআই ও এপিভিপি-র তরফে ভিন্নভাবে দায়ের করা হয়েছে এফআইআর।

  • |
Google Oneindia Bengali News

যাদবপুরে বাবুল সুপ্রিয় নিগ্রহকাণ্ডে রীতিমতো তপ্ত রাজ্য রাজনীতি। শুক্রবার ঘটনার জেরে এসএফআই ও এপিভিপি-র তরফে ভিন্নভাবে দায়ের করা হয়েছে এফআইআর। এদিন, যাদবপুর পুলিশ স্টেশননে গিয়ে, বাবুল সুপ্রিয়কে হেনস্থা ও অগ্নিমিত্রা পলকে অপদস্থ করার অভিযোগ দায়ের করে বিজেপির ছাত্র সংগঠন। অন্য়দিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবিভিপির তাণ্ডবের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থ হয় বাম ছাত্রযুব সংগঠন।

যাদবপুরে বাবুল নিগ্রহকাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি! বাম-বিজেপির থানায অভিযোগ থেকে জোড়া মিছিল

এদিকে, রাজ্য রাজনীতি ক্রমেই উত্তপ্ত হয়ে চলেছে বাবুল নিগ্রহ কাণ্ডকে ঘিরে। শহরে এদিন গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসে এবিভিপি। শহরে রীতিমতো মিছিল করে বিজেপি ও এবিভিপির তরফে বাবুল নিগ্রহকাণ্ডে র প্রতিবাদ জানায় গেরুয়া শিবির। যে মিছিলে হাজির ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল ও গেরুয়া শিবিরের সায়ন্তন বসু। অন্যদিকে, বাম ছাত্র যুব সংগঠনের তরফেও এদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর থেকে একটি ধিক্কার মিছিল বের করা হয়। এছাড়াও এদিন যাদবপুরের তরফে , কলা, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং বিভাগের পড়ুয়ারা একটি আলাদা মিছিল বের করে গোটা ঘটনার প্রতিবাদ জানাবেন।

[যাদবপুরের হেনস্থাকারীদের 'স্বঘোষিত মাওবাদী' তকমা বাবুলের! চিহ্নিত করে দিলেন অভিযুক্তদের ][যাদবপুরের হেনস্থাকারীদের 'স্বঘোষিত মাওবাদী' তকমা বাবুলের! চিহ্নিত করে দিলেন অভিযুক্তদের ]

প্রসঙ্গত, এসএফআই এদিন থানায় গিয়ে এবিভিপি-র তাণ্ডবের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। অন্যদিকে, মেয়োরোডে বিজেপির যুব সংগঠন এবিভিপি অবস্থানে বসে দাবি করে, যতক্ষণ না পর্যন্ত যাদবপুরের উপাচার্য পদত্যাগ করছেন, ও যাদবপুরে যারা বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছে তাদের গ্রেফতারি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে।

[যাদবপুরের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ বিদ্বজ্জনেদের][যাদবপুরের ঘটনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ বিদ্বজ্জনেদের]

English summary
Babul supriyo manhandled in JU: BJP and SFI issue separate allegation in police station.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X