For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্লেয়িং ইলেভেনে খেলার জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল, খেলার ভাষায় দিলেন ব্যাখ্যা

প্লেয়িং ইলেভেনে খেলার জন্যই বিজেপি ছেড়ে তৃণমূলে বাবুল, খেলার ভাষায় দিলেন ব্যাখ্যা

  • |
Google Oneindia Bengali News

প্লেয়িং ইলেভেনে সুযোগ দেওয়ার জন্য মমতা দিদি ও অভিষেক বন্যোেলপাধ্যায়কে ধন্যবাদ। তৃণমূলে যোগদানে অনুঘটক ডেরেক। আমি প্লেয়িং ইলেভেনে থাকতে চাইছ মোহনবাগান প্লেয়িং ইলেভেনে সুযোগ না দিলে আমি জুনিয়র টিমে খেলব না। আমি ইস্টবেঙ্গল বা অন্য কোনও টিমে চলে যাব। তাঁর দলবদলের কারণ স্পোর্টসের ভাষাতেই দিলেন সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া বাবুল সুপ্রিয়।

তৃণমূলের প্রস্তাব খুব অপ্রত্যাশিত ছিল, তা ফেরাতে পারিনি

তৃণমূলের প্রস্তাব খুব অপ্রত্যাশিত ছিল, তা ফেরাতে পারিনি

বাবুল সুপ্রিয় বলেন, এই রাজনীতিতে ফেরা বা দলবদলের ঘটনাটা ঘটেছে তিন-চারদিনের মধ্যে। আবেগ থেকে নয়, রাজনীতি ছেড়েছিলাম ভাবনা-চিন্তা করেই। তখন আমার তৃণমূল বা অন্য কোনও দলে যোগ দেওয়ার ভাবনা ছিল না। আবেগ থেকে ডিসিশন হলেই সবসময় তা আবেগপ্রবণ হয় না। তৃণমূলে যোগ দেওয়ার বিষয়টি ঘটেছে খুব স্বল্প সময়ের মধ্যে। তৃণমূলের প্রস্তাব খুব অপ্রত্যাশিত ছিল। সেই প্রস্তাব ফেরাতে পারিনি।

তৃণমূলে প্লেয়িং ইলেভেনে খেলব, রিজার্ভ বেঞ্চে থাকতে চাই না

তৃণমূলে প্লেয়িং ইলেভেনে খেলব, রিজার্ভ বেঞ্চে থাকতে চাই না

বাবুল বলেন, ট্রোলড হতে হবে জেনেই আমি তৃণমূলে যোগ দিয়েছি। আমি সবসময় প্লেয়িং ইলেভেনে থাকতে চাই। তাই তৃণমূলে যোগ দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে সেই আশ্বাস দিয়েছেন। আমি এই টিমে প্লেয়িং ইলেভেনে খেলব। তাই বড় দল ছেড়ে আমি ছোট দলে এলাম। প্লেয়িং ইলেভেনে থেকে আমি বাংলার জন্য মানুষের জন্য কাজ করতে চাই। রিজার্ভ বেঞ্চে বসতে চাই না।

বাংলার প্রতি পক্ষপাতদুষ্ট, বাংলার জন্য কাজ করব এবার

বাংলার প্রতি পক্ষপাতদুষ্ট, বাংলার জন্য কাজ করব এবার

বাবুল স্বীকার করে নেন, তিনি বাংলার প্রতি পক্ষপাতদুষ্ট। বিজেপিতে থাকাকালীন তিনি বাংলার প্রতি পক্ষপাত করছেন। বিশেষ করে আসানসোলের জন্য তিনি পক্ষপাত করেছে। তিনি চান বাংলার উন্নয়ন। ২০১৪ থেকে আমি দিল্লিতে। দিল্লিতে থেকেই আমি বাংলার হয়ে কাজ করেছি। ইস্ট-ওয়েস্ট মেট্রো থেকে অনেক কাজ এনেছি। এবার বাংলার হয়ে প্লেয়িং ইলেভেনে থেকেই কাজ করতে পারব।

মমতার হয়ে বাবুলের প্রচারের কি কোনও দরকার আছে

মমতার হয়ে বাবুলের প্রচারের কি কোনও দরকার আছে

বাবুল বলেন, বিজেপি বিরোধিতা করবেই, বিরোধিতা করাই ওদের কাজ। শুধু ভাষা সংযত রাখতেই আমার কোনও আপত্তি নেই। আর ভবানীপুরে আমার প্রচারের কোনও দরকার নেই। মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে প্রার্থী সেখানে বাবুল সুপ্রিয়র প্রচারের কি কোনও দরকার আছে। ভবানীপুরে বাবুল-ঘনিষ্ঠ প্রিয়াঙ্কা টিবরেওয়াল প্রার্থী হয়েছেন বিজেপির। তাঁকে লড়াকু মহিলা বলেই ব্যাখ্যা করেন বাবুল।

তৃণমূল আমাকে সুযোগ দিয়েছে প্রথম একাদশে খেলার

তৃণমূল আমাকে সুযোগ দিয়েছে প্রথম একাদশে খেলার

বাবুল বলেন, আমি যখন বিজেপিতে ছিলাম তখন মন দিয়ে কাজ করেছি বিজেপির জন্য। এখন তৃণমূলে এসেছি। তৃণমূলের জন্যই মন দিয়ে কাজ করব। আমি কাজ করতে চাই। বাংলার জন্য কাজ করতে চাই। প্রথম একাদশে খেলতে চাই সবসময়। তাই তৃণমূল আমাকে যে সুযোগ দিয়েছে, তা হাতছাড়া করতে চাইনি।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Babul Supriyo informs the cause of leaving BJP and joining in TMC after retirement of politics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X