For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যাদবপুরের হেনস্থাকারীদের 'স্বঘোষিত মাওবাদী' তকমা বাবুলের! চিহ্নিত করে দিলেন অভিযুক্তদের

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছিলেন,ঠিক সেদিনই দুপুর থেকে রাত পর্যন্ত বাংলার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান দেখেছে এক অগ্নিগর্ভ সময়।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করছিলেন,ঠিক সেদিনই দুপুর থেকে রাত পর্যন্ত বাংলার অন্যতম নামী শিক্ষা প্রতিষ্ঠান দেখেছে এক অগ্নিগর্ভ সময়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে চত্বর কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় বৃহস্পতিবারের এবিভিপি-র অনুষ্ঠানকে কেন্দ্র করে। যেখানে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে হেনস্থা করা হয়। আর সেই ঘটনায় অভিযুক্তদের আজ ছবি পোস্ট করে চিহ্নিত করে দিলেন বাবুল।

'স্বঘোষিত মাওবাদী'

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দাবি করেছেন যাদবপুর কাণ্ডে যারা অভিযুক্ত , যারা বাবুল সুপ্রিয়কে হেনস্থা করেছেন তারা 'দেশদ্রোহী'। আর বাবুল সুপ্রিয় এদিন নিজের টুইটার পোস্টে অভিযুক্তদের ছবি পোস্ট করে দাবি করেন, যে যাদবপুরের ঘটনায় যারা দোষী তারা 'স্বঘোষিত মাওবাদী'।

মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা

এদিন , কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে এদিন রীতিমতো তোপ দাগেন বাবুল সুপ্রিয়। তিনি নিজের পোস্ট-এ এক পড়ুয়াকে চিহ্নিত করে প্রশ্ন তোলেন, এই অভিযুক্তদের বিরুদ্ধে মমতা সরকার কোন ব্যবস্থা করছেন সেটা তিনি জানতে চান।

যাদবপুরের প্রাক্তন অধ্যাপক তথাগত রায় 'লজ্জিত' !

বাবুল সুপ্রিয়োর চুলের মুঠি ধরে, তাঁর জামাকাপোড় ছিঁড়ে দেওয়া হয় যাদবপুর ক্যাম্পাসে। এমনই অভিযোগে সরব বিজেপি। আর সেই ঘটনা প্রসঙ্গে যাদবপুরের প্রাক্তন অধ্যাপক, পদ্মশিবিরের প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় ঘটনার নিন্দা করে টুইট করেন, '২০ বছর যাদবপুরের অধ্যাপনা করার পর এই ঘটনায় আমি লজ্জিত। '

[ তৃণমূলের বিবৃতিতে ভুল আছে জানালেন রাজ্যপাল][ তৃণমূলের বিবৃতিতে ভুল আছে জানালেন রাজ্যপাল]

[ যাদবপুরকাণ্ডে এবার কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষের ][ যাদবপুরকাণ্ডে এবার কোমর বেঁধে ময়দানে নামছে বিজেপি! স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিলীপ ঘোষের ]

English summary
Babul Supriyo identifies JU students who harrased him, see tweets .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X