For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজনীতি ছাড়ছেন, সাংসদ পদ ছাড়ছেন না! সাংবিধানিক দায়িত্ব পালনের বার্তা বাবুলের

রাজনীতি ছাড়ছেন, সাংসদ পদ ছাড়ছেন না! সাংবিধানিক দায়িত্ব পালনের বার্তা বাবুলের

Google Oneindia Bengali News

রাজনীতি ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে অটল রইলেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। তবে তিনি সাংসদ থাকছেন। কেবলমাত্র সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য তিনি সাংসদ পদে থাকবেন। সোমবার দিল্লিতে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গৈ বৈঠকের পর বাবুল সুপ্রিয় সাফ করে দিলেন তাঁর ভবিষ্যৎ।

রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে অনড়, সাংসদ থাকছেন

রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে অনড়, সাংসদ থাকছেন

বাবুল সুপ্রিয় এদিন স্পষ্ট করেই বলেন, তিনি আর রাজনীতি করবেন না। রাজনীতি ছাড়ার সিদ্ধান্তে অনড় থাকছেন তিনি। তবে সাংসদ হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। তিনি আসানসোলবাসীর কাছে দায়বদ্ধতা থেকেই তিনি সাংসদ হিসেবে কাজ করবেন। মানুষ তাঁকে নির্বাচিত করেছেন, মানুষের জন্য তিনি সাংসদ হিসেবে কাজ করবেন।

রাজনীতিকের ভূমিকায় দেখা যাবে না বাবুল সুপ্রিয়কে

রাজনীতিকের ভূমিকায় দেখা যাবে না বাবুল সুপ্রিয়কে

সোমবার বাবুল সুপ্রিয় জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, তাঁকে আর রাজনীতিকের ভূমিকায় দেখা যাবে না। তিনি রাজনীতি ছাড়ছেনই। কোনও দলেই তাঁকে আর দেখা যাবে না। এমনকী কোনও রাজনৈতিক অনুষ্ঠানে তিনি যোগ দেবেন না। ফেসবুক পোস্টের পর নতুন করে ব্যাখ্যা দিয়ে এ কথা জানালেন বাবুল সুপ্রিয়।

সাংবিধানিক দায়িত্ব থেকেই সাংসদ পদ ছাড়ছেন না বাবুল সুপ্রিয়

সাংবিধানিক দায়িত্ব থেকেই সাংসদ পদ ছাড়ছেন না বাবুল সুপ্রিয়

বাবুল সুপ্রিয় এদিন বলেন, গত তিনদিন ধরে অনেক ভেবেছি। তারপর আসনসোলের মানুষের কাছ থেকে যে সাড়া পেয়েছি, তাতে আমার একটা দায়িত্ব থেকেই যায়। সেই সাংবিধানিক দায়িত্ব থেকেই সাংসদ পদ ছাড়ছেন না তিনি। সাংসদ থেকে আসানসোলের উন্নয়নে তিনি কাজ করবেন। তবে সাংসদ হিসেবে তিনি কোনও বিশেষ সুবিধা নেবেন না।

আসানসোলের মানুষ চেয়েছেন, তাই তাঁদের সেবার কাজে বাবুল

আসানসোলের মানুষ চেয়েছেন, তাই তাঁদের সেবার কাজে বাবুল

বাবুল সুপ্রিয় বলেন, সাংসদ হিসেবে যে বাড়ি বরাদ্দ থাকে, তা তিনি শীঘ্রই ছেড়ে দেবেন। অন্যান্য সুয়োগ-সুবিধাও তিনি নেবেন না। শুধু মানুষের জন্য কাজ করতে সাংসদ হিসেবে যেটুকু পাওয়া দরকরা, সেটুকুই তিনি গ্রহণ করবেন। এ প্রসঙ্গে বাবুল সুপ্রিয় বলেন, আসানসোলের মানুষ চেয়েছেন, তাই তাঁদের সেবার কাজ করবেন।

রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন না বাবুল সুপ্রিয়

রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন না বাবুল সুপ্রিয়

শনিবার লম্বা এক ফেসবুক পোস্টে রাজনীতি ছাড়ার বার্তা দেন আসানসোলের বিজেপি সাংসদ বাবুল সুপ্রিয়। পরবর্তী সময়ে ফেসবুক পোস্টে সংযোজন করে সাংসদ পদ থেকে ইস্তফার কথাও জানান। এদিন নাড্ডার সঙ্গে বৈঠকের পর সাংসদ পদে থেকে যাওয়ার কথা জানালেন, রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত থেকে পিছু হটছেন না বলে জানিয়ে দেন বাবুল সুপ্রিয়।

বিজেপি ত্যাগের কারণ নিয়েও বিস্তারিত বার্তা ফেসবুক পোস্টে

বিজেপি ত্যাগের কারণ নিয়েও বিস্তারিত বার্তা ফেসবুক পোস্টে

ফেসবুক পোস্টে অনেক কথাই বাবুল বলেছেন। তাঁর বিজেপি ত্যাগের কারণ নিয়েও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি অস্বীকার করেননি যে, মন্ত্রিত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া তাঁর রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার অন্যতম একটি কারণ নয় বলে। ফেসবুকে পোস্ট রাজনীতিকে আলবিদা জানিয়ে বাবুল লেখেন- কেন ছাড়লাম বিজেপি, সেই প্রশ্নের জবাব আমাকে দিয়ে যেতেই হবে। কারণ এটাই প্রাসঙ্গিক। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে কেনই বা বিজেপি ছাড়তে গেলাম? প্রশ্ন উঠবে মন্ত্রিত্ব চলে যাওয়ার সঙ্গে বিজেপি ছাড়ার কি কোনও সম্পর্ক আছে? নিজেই জবাব দেন ফেসবুক পোস্টে। লেখেন- তাঁর বিজেপি ছাড়ার পিছনে মন্ত্রিত্ব চলে যাওয়ার সম্পর্ক কিছুটা তো নিশ্চয় আছে! আমি তঞ্চকতা করতে চাই না। তাই এই প্রশ্নের উত্তর দিয়ে গেলেই তা সঠিক হবে, আমাকেও তা শান্তি দেবে। তাই উত্তরটা জানিয়েই দিলাম।

বাবুল সুপ্রিয় রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম তিনদিনে

বাবুল সুপ্রিয় রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিত নাম তিনদিনে

বাবুল সুপ্রিয় ২০১৪ সালে বাংলা থেকে বিজেপির টিকিটে জিতে আসা একমাত্র সাংসদ। আলুওয়ালি দার্জিলিং থেকে ওই বছরেই সাংসদ হয়েছিলেন। কিন্তু তিনি মূলত গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থনে সাংসদ নির্বাচিত হন। স্বভাবতই বাবুল সঙ্গীত জগৎ থেকে রাজনীতিতে এলেও তাঁর গ্রহণযোগ্যতা তৈরি হয় বাংলায় বিজেপির অন্যতম মুখ হিসেবে। সেই মুখটাই হারিয়ে যেতে বসেছে বাবুলের নেওয়া নয়া সিদ্ধান্তে। বিগত তিনদিন ধরে বাবুল সুপ্রিয় রাজ্য রাজনীতিতে সবচেয়ে আলোচিতও হয়ে উঠেছেন।

মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই আলবিদা রাজনীতি

মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই আলবিদা রাজনীতি

বাবুল সুপ্রিয় একই সঙ্গে আবারও জানিয়ে দিয়েছেন, তিনি রাজনীতি ছাড়ছেন। অন্য কোনও দলে তিনি যোগ দিচ্ছেন না। ফেসবুক পোস্টেও বাবুল লিখেছিলেন তিনি একটা দলেরই সমর্থক তা হল মোহনবাগান। আর একটাই পার্টি করেছেন, বিজেপি। ফেসবুক পোস্টে লিখেছিলেন অনেক কথা বাকি রয়ে গেল। তার মধ্যে এদিন অবশ্য কিছু কথা তো বললেনই। বললেন, মন থেকে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, তাই আলবিদা রাজনীতি।

English summary
Babul Supriyo clears he leave politics but he remains in MP post due to constitutional duty
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X