For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর মঞ্চে চুটিয়ে নাচলেন বিজেপি নেতা-কর্মীরা! কোমর দোলালেন প্রার্থী বাবুলও

ভোট প্রচারে নিজদের গাওয়া থিম সং বাজিয়ে বিপারে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিল খোদ নির্বাচন কমিশন।

Google Oneindia Bengali News

ভোট প্রচারে নিজদের গাওয়া থিম সং বাজিয়ে বিপারে পড়েছিলেন বাবুল সুপ্রিয়। তাঁর বিরুদ্ধে এফআইআর করেছিল খোদ নির্বাচন কমিশন। তারপরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় আগাগোড়া বাজল নির্বাচন কমিশনের নিষিদ্ধ করা থিম সং। শুধু গানই বাজালেন না কেন্দ্রীয়মন্ত্রী বাবুল, সেই গানে কোমর দুলিয়ে নাচলেন তিনি।

বাবুলের থিম সং-এ নাচা-গানা

বাবুলের থিম সং-এ নাচা-গানা

মঙ্গলবার আসানসোলের বিজেপি প্রার্থী বাবুল সুপ্রিয়র সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভা করেন। সেই জনসভার আগে দেদার নাচা-গানা হল। বিজেপির প্রার্থী তথা কেন্দ্রীয়মন্ত্রী থিম সং বাজিয়ে সেই গানে নেচে ফের বিতর্ক বাধালেন। মোদী আসার আগে নেতা-কর্মীরা স্টেজ মাতালেন সেই গানে।

বাবুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ

বাবুলের বিরুদ্ধে জোড়া অভিযোগ

দুদিন আগে আসানসোলের প্রচারে বেরিয়ে নির্বাচন কমিশনের নিযুক্ত কর্মীর ক্যামেরা ভেঙে দেওয়ার অভিযোগ ওঠে বাবুলের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল, বাবুলের প্রচারের ভিডিও করছিলেন তিনি। কমিশনের আপত্তি সত্ত্বেও প্রচারে বিজেপির থিম সং ব্যবহার করা হয়েছিল। সেই ভিডিও তুলেই তিনি প্রার্থীর রোষানলে পড়েন।

মোদীর সভায় নিষিদ্ধ থিম সং, কী ব্যবস্থা

মোদীর সভায় নিষিদ্ধ থিম সং, কী ব্যবস্থা

তাই বিজেপি প্রার্থী বাবুলের নামে এফআইআর দায়ের করা হল। বিজেপি নেতা তথা কেন্দ্রীয়মন্ত্রী বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে এফআইআর দায়ের করে নির্বাচন কমিশন। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় নিষিদ্ধ থিম সং বাজানো হল। এই অভিযোগে কী ব্যবস্থা নেয় নির্বাচন কমিশন, তা-ই এখন দেখার।

[আরও পড়ুন: রাজ্য পুলিশ ভোট করাল সক্রিয় হয়ে, ‘অসহযোগিতা'র অভিযোগ আনলেন তৃণমূল প্রার্থী][আরও পড়ুন: রাজ্য পুলিশ ভোট করাল সক্রিয় হয়ে, ‘অসহযোগিতা'র অভিযোগ আনলেন তৃণমূল প্রার্থী]

ফেসবুক পোস্ট নিয়েও অভিযুক্ত বাবুল

ফেসবুক পোস্ট নিয়েও অভিযুক্ত বাবুল

এর আগে বাবুল সুপ্রিয়র বিরুদ্ধে ফেসবুক পোস্ট নিয়েও অভিযোগ ওঠে। নির্বাচন কমিশনে অভিযোগ করে তৃণমূল কংগ্রেস জানায়, বাবুল সাম্প্রদায়িক বার্তা ছড়াচ্ছে ফেসবুক পোস্টে। নির্বাচনী আচরণবিধি ভাঙার জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আর্জি জানানো হয়। তৃণমূলের অভিযোগ, ফেসবুক অ্যাকাউন্টে ধর্মভিত্তিক উস্কানিমূলক বার্তা পোস্ট করছেন আসানসোলের সংসদ পদপ্রার্থী।

[আরও পড়ুন: ইভিএম হ্যাক: আমেরিকার পর ভারতের নির্বাচনেও নাক গলাচ্ছে রাশিয়া! কোন ইঙ্গিত চন্দ্রবাবুর][আরও পড়ুন: ইভিএম হ্যাক: আমেরিকার পর ভারতের নির্বাচনেও নাক গলাচ্ছে রাশিয়া! কোন ইঙ্গিত চন্দ্রবাবুর]

English summary
Babul Supriyo and BJP leaders dance in stage of Narendra Modi’ at Asansole. This ban song sang before and after Modi’s speech,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X