For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইলার স্মৃতি উষ্কে দিল বুলবুল

বুলবুলের তাণ্ডব মনে করিয়ে দিল আইলার কথা। ২০০৯ সালে ২৫ মে আইলা তাণ্ডব চালিয়েছিল সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে।

  • |
Google Oneindia Bengali News

বুলবুলের তাণ্ডব মনে করিয়ে দিল আইলার কথা। ২০০৯ সালে ২৫ মে আইলা তাণ্ডব চালিয়েছিল সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে। এবারও সেই বসিহাট মহাকুমার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জে বুলবুলের তাণ্ডবে মৃত্যু হয়েছে ৫ জনের। আহত হয়েছেন প্রায় ১৫ জন। লোকের চোখেমুখে আতঙ্কের ছাপ। আহতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

আইলার স্মৃতি উষ্কে দিল বুলবুল

ইতিমধ্যেই বসিহাট মহাকুমার প্রায় ৪০ হাজার মানুষ ১৪৯টি ত্রাণ শিবিরের আশ্রয় নিয়েছে। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করা হয়েছে। সুন্দরবন লাগোয়া উপকূলবর্তী এলাকায় বিপর্যয় মোকাবেলা দলগুলি যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেছে। যেসব অঞ্চলে এখনো পর্যন্ত আহতরা রয়েছে তাদেরকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সেচ দপ্তরের কর্মীরা নদীর বাঁধে ফাটল মেরামতের কাজ শুরু করেছে।
বসিরহাটে গোকনা গ্রামে বছর চল্লিশের গৃহবধূ রেবা বিশ্বাস শিরীষ গাছ চাপা পড়ে মারা যায়। অন্যদিকে তার স্বামী রঞ্জন বিশ্বাস সহ দুই নাতি আহত হয়েছেন। পাশের গ্রাম মাটনিয়ায় বিদ্যুতের খুঁটি পড়ে মৃত্যু হয়েছে মইদুল গাজির (৪৯)। হিঙ্গলগঞ্জ ব্লক এর মালেকানঘুমটিতে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে সুচিত্রা মন্ডল(৬৫)। আহত হয়েছে বেশ কয়েকজন। সন্দেশখালি থানার দাড়ির জঙ্গলে গাছ চাপা পড়ে মারা গিয়েছে বিদেশি সরদার(৫৬)। একই ব্লকে দেয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে আমিনা বেড়া(৪৯)। এখনো পর্যন্ত বসিরহাট মহাকুমায় তিনজন মহিলা দুজন পুরুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ । আহতের সংখ্যা প্রায় ১৫।

English summary
ayla-s-memory-brightened-the-bulbul
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X