For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তাঁকে নিয়ে অপপ্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা! অনুব্রত মণ্ডলকে কতটা গুরুত্ব, জানালেন মুকুল রায়

তাঁকে নিয়ে অপপ্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা! অনুব্রত মণ্ডলকে কতটা গুরুত্ব, জানালেন মুকুল রায়

  • |
Google Oneindia Bengali News

বিজেপি একটা দল। আর ভারত এখন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। একদিকে করোনার সংক্রমণ অন্যদিকে বাংলায় আম্ফান। এখন তাঁর মন্ত্রিত্ব নিয়ে আলোচনার সময় নয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনটাই জানিয়েছেন মুকুল রায়। তাঁর সঙ্গে তৃণমূলের যোগযোগ নিয়ে মুকুল রায় বলেন, অপপ্রচার করে দলের কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

২৩০ থেকে ২৪০ আসন পাবে তৃণমূল, দাবি অনুব্রতর

২৩০ থেকে ২৪০ আসন পাবে তৃণমূল, দাবি অনুব্রতর

তৃণমূল আগামী বিধানসভা নির্বাচনে ২৩০ থেকে ২৪০ টি আসনে জয়ী হবে। দাবি অনুব্রত মণ্ডলের। তিনি বলেন, করোনা এবং আম্ফানে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কেউ সাধারণ মানুষের পাশে দাঁড়ায়নি। রবিবার তিনি সভা করেন সিউড়িতে। সেখানেই তিনি এই মন্তব্য করেন। পাশাপাশি তিনি বলেছিলেন আগামী বিধানসভা নির্বাচনে নতুন কৌশল দেখাবেন তিনি।

আলাদা করে কাউকে নিয়ে ভাবছে না বিজেপি

আলাদা করে কাউকে নিয়ে ভাবছে না বিজেপি

মুকুল রায় বলেন, প্রত্যেক রাজনৈতিক দল নিজেদের নিয়ে ভাবছে। তবে তারা এর জন্য আলাদা করে কাউকে গুরুত্ব দিচ্ছে না। মন্তব্য করেছেন মুকুল রায়।

তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার জল্পনা নিয়ে প্রতিক্রিয়া

তৃণমূলের সঙ্গে যোগাযোগ রাখার জল্পনা নিয়ে প্রতিক্রিয়া

মুকুল রায়ের বীরভূম সফরে, তাঁর কাছে প্রশ্ন ছিল তৃণমূল নাকি তাঁর সঙ্গে যোগাযোগ রাখছে। এর প্রতিক্রিয়ায় মুকুল রায় সরাসরি বলেন, মিথ্যা কথা। তিনি বলেন বিজেপিতে তিনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আছেন। মুকুল রায়ের অভিযোগ, অপপ্রচার করে দলের কর্মীদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

মন্ত্রিত্ব নিয়ে ফালতু প্রশ্ন

মন্ত্রিত্ব নিয়ে ফালতু প্রশ্ন

মুকুল রায়কে প্রশ্ন করা হয়েছিল তাঁর কেন্দ্রীয় মন্ত্রিসভায় যোগদানের জল্পনা নিয়ে। সেই সময় মুকুল রায় বলেন, এ নিয়ে কোনও আলোচনাই হয়নি। সাংবাদিকদের তিনি বলেন, কেন তারা ফালতু প্রশ্ন করছেন। তাঁকে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী করার খবরকে বাজে খবর, ফালতু খবর বলে উড়িয়ে দেন মুকুল রায়। দেশের সংকটের সময়ে এইসব নিয়ে আলোচনার সময় নয় বলেও মন্তব্য করেন তিনি।

উত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টিউত্তরবঙ্গের ৫ জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস! দক্ষিণবঙ্গের ১০ জেলায় হতে পারে ভারী বৃষ্টি

English summary
Attempts are being made to confuse the BJP workers through propaganda, says Mukul Roy. He also speaks on Anubrata Mondal,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X