করিমপুরে জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা! লাথি মেরে ফেলা হল ঝোপে
চলতি ভোটে সব থেকে নিন্দনীয় ঘটনা। করিমপুরে বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদারের ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। তাঁকে লাথি মেরে ঝোপের মধ্যে ফেলে দেওয়া হয়। জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন, তৃণমূলের দুষ্কৃতীরা তাঁর ওপর হামলা চালিয়েছে। এদিকে, খবর পাওয়ার পরেই নির্বাচন কমিশন এনিয়ে রিপোর্ট পাঠিয়েছে।

সকাল থেকেই বুথে বুথে জয়প্রকাশ মজুমদার
এদিন সকাল থেকেই বিভিন্ন বুথে বুথে ঘুরছেন বিজেপি প্রার্থী জয়প্রকাশ মজুমদার। কখনও পিপুলখোলা তো কখনও থানারপাড়া। অভিযোগ আসলেই ছুটে গিয়েছেন জয়প্রকাশ মজুমদার। যদিও পিপুলখোলায় তাঁকে বুথ থেকে বের করে দিতেও দেখা গিয়েছে কেন্দ্রীয় বাহিনীকে।

অনিয়ম পেয়ে ঘটনাস্থলে
বিজেপি সূত্রে জানা গিয়েছে, পিপুলখোলার ঘিয়াঘাট ইসলামপুর প্রাথমিক বিদ্যালয়ে অনিয়মের অভিযোগ পেয়ে সেখানে গিয়েছিলেন জয়প্রকাশ মজুমদার। সেখানে যেতেই তাঁর গাড়ি ঘিরে ধরে দুষ্কৃতীরা। আর গাড়ি থেকে নামতেই চলে কিল, চড়, ঘুষি। একজন তো এক লাথি মারে জয়প্রকাশ মজুমদারকে লক্ষ্য করে। রাস্তার ধারে ঝোপের মধ্যে পড়ে যান জয়প্রকাশ মজুমদার।

জয়প্রকাশ মজুমদারের ওপর আক্রমণ
কেন্দ্রীয় বাহিনী এসে তাঁকে উদ্ধার করার পর জয়প্রকাশ মজুমদার অভিযোগ করেন তৃণমূলের দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। রাজ্যের গণতন্ত্রের ওপর আঘাত করছে মমতার বাহিনী। অভিযোগ করেন তিনি।
কেন্দ্রীয় বাহিনী আর পুলিশের সামনেই আক্রমণের অভিযোগ
অভিযোগ উঠেছে কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশের সামনেই এই হামলা চলে।