For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিলীপ ঘোষের ওপর ফের হামলার চেষ্টা কলকাতার বুকে! তৃণমূল-বিজেপি সংঘর্ষে ধুন্ধুমার পরিস্থিতি

দিলীপ ঘোষের ওপর হামলার চেষ্টা কলকাতার বুকে!

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার সকালে বিজেপির 'চায়ে পে চর্চা' কর্মসূচি চলছিল লেকটাউনে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। আর কলকাতার বুকে এদিন সকালে সেই কর্মসূচি ঘিরেই তৈরি হল ধুন্ধুমার পরিস্থিতি। ঘটনা ঘিরে বিজেপি বনাম তৃণমূলের কর্মীদের মধ্যে ব্যাপক মারধর, ধস্তাধস্তি চলে।

লেকটাউনে ধুন্ধুমার

লেকটাউনে ধুন্ধুমার

লেকটাউনের দক্ষিণদাঁড়ি এলাকায় এদিন শুরু হয়েছিল বিজেপির চায়ে পে চর্চা কর্মসূচি। সেখানে বিজেপির রাজ্যসবাপতি দিলীপ ঘোষকে দেখেই 'গো ব্যাক' স্লোগান দিতে থাকেন কয়েকজন তৃণমূল কর্মী। আর সেই ঘটনা ঘিরেই ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়ে যায় শহরের বুকে।

দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ

দিলীপ ঘোষের ওপর হামলার অভিযোগ

বিজেপির তরফে দাবি করা হয়েছে, প্রায় আড়াইশোরও বেশি লোকজন নিয়ে দিলীপ ঘোষের ওপর চড়াও হওয়ার চেষ্টা করে তৃণমূল। ঘটনায় পদ্মশিবিরের দুই কর্মী আহত হয়েছে বলে জানা গিয়েছে।

দিলীপ ঘোষের দাবি

দিলীপ ঘোষের দাবি

এদিনের ঘটনার পর দিলীপ ঘোষ জানিয়েছেন , 'ভালই লাগছে.. ওঁরা আমায় নিয়ে চিন্তিত।আমি সব পরিস্থিতির জন্য প্রস্তুত। আমি যেখানেই যাই ওঁরা আমাকে পাবলিসিটি দেন।..' দিলীপ ঘোষ দাবি করেন , তাঁকে দেখে ভয় পেয়েছে তৃণমূল।

<strong>[আরও পড়ুন: দেবশ্রীকে নিয়ে গেরুয়া শিবিরের পরিস্থিতি খোলসা করলেন দিলীপ! বিজেপি নেতার স্পষ্ট বার্তা ]</strong>[আরও পড়ুন: দেবশ্রীকে নিয়ে গেরুয়া শিবিরের পরিস্থিতি খোলসা করলেন দিলীপ! বিজেপি নেতার স্পষ্ট বার্তা ]

[আরও পড়ুন:অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা][আরও পড়ুন:অসমে এনআরসি নিয়ে বড় পদক্ষেপ আজ! জারি ১৪৪ ধারা]

English summary
Attack on BJP west bengal cheif Dilip Ghosh in Kolkata , Tmc Accused.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X