For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রথম পরিবর্তন ২০০৯-এ, তার আগে বসিরহাটের ভোট ময়দানে ছিল কাদের দাপট, একনজরে

প্রথম ছ-টি দফায় রাজ্যের ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে শেষ দফার ভোটগ্রহণের অপেক্ষা। তার আগে ফিরে দেখা বসিরহাটের ভোট-ইতিহাস।

Google Oneindia Bengali News

প্রথম ছ-টি দফায় রাজ্যের ৩৩টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়ে গিয়েছে। এবার ২০১৯-এর লোকসভা যুদ্ধে শেষ দফার ভোটগ্রহণের অপেক্ষা। এই দফায় বাংলার বাকি ন'টি কেন্দ্রে ভোট হচ্ছে। এই ন'টি কেন্দ্র হল- দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ ও কলকাতা উত্তর। তার আগে ফিরে দেখা বসিরহাটের ভোট-ইতিহাস।

বসিরহাট

বসিরহাট

বাংলার ৪২ লোকসভার কেন্দ্রের মধ্যে ১৮ নম্বর লোকসভা কেন্দ্র হল এই বসিরহাট। ১৯৫২ সাল এই কেন্দ্রে ভোট হয়ে আসছে। প্রথম থেকেই এই কেন্দ্রে কংগ্রেস ও সিপিআইয়ের মধ্যে কড়া টক্কর ছিল। একবার কংগ্রেস জেতে, তো একবার সিপিআই। তবে বাম আমলে বরাবরই দাপট দেখিয়েছে সিপিআই। প্রথম পরিবর্তন আসে ২০০৯-এ।

কোন কোন বিধানসভা

কোন কোন বিধানসভা

বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি বিধানসভা কেন্দ্র হল- বাদুড়িয়া, হাড়োয়া, মিনাখাঁ, সন্দেশখাবি, বসিরহাট দক্ষিণ, বসিরহাট উত্তর ও হিঙ্গলগঞ্জ। এই সাতটি কেন্দ্রই উত্তর ২৪ পরগনা জেলার অন্তর্গত।

১৯৫২ সাল থেকে ১৯৭৭

১৯৫২ সাল থেকে ১৯৭৭

১৯৫২ সাল থেকে ১৯৭৭ সাল পর্যন্ত মোট সাতটি নির্বাচন হয়েছে। প্রথম দুই নির্বাচনে এই কেন্দ্র থছেকে দুজন করে সাংসদ হয়েছিলেন। প্রথমবার সাংসদ হন সিপিআইয়ের রেণু চক্রবর্তী ও কংগ্রেসের পতিরাম রায়। দ্বিতীয়বার অর্থাৎ ১৯৫৭ সালে সাংসদ হন সিপিআইয়ের রেণু চক্রবর্তী ও কংগ্রেসের পরেশনাথ কয়াল। এরপর ৬২ ও ৬৭ এই কেন্দ্র থেকে সাংসদ হন হুমায়ুন কবীর। প্রথমবার কংগ্রেসের হয়ে, দ্বিতীয়বার বাংলা কংগ্রেসের হয়ে। ৭০-এ সাসংদ হন বাংলা কংগ্রেসের সর্দার আমজাদ আলি। আর ৭১-এ সাংসদ নির্বাচিত হন কংগ্রেসের একেএম ইশাক।

১৯৮০ থেকে ২০০৯

১৯৮০ থেকে ২০০৯

১৯৮০ থেকে ২০০৪ পর্যন্ত এই কেন্দ্রের দখল ছিল সিপিআইয়ের হাতে। টানা আটটি নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজয়ী হয়ে সংসদে যান সিপিআইয়ের সাংসদ। প্রথম দুবার সাসংদ নির্বাচিত হন ইন্দ্রজিৎ গুপ্তা, তারপরের দুবার সাংসদ হন মনোরঞ্জন শুর। আর শেষ চারবার এই কেন্দ্র থেকে বিজয়ী হন সিপিআইয়ের অজয় চক্রবর্তী। এরপর ২০০৯ সালে প্রথমবার পরিবর্তন আসে। সাংসদ হন তৃণমূলের হাজি নুরুল ইসলাম।

২০১৪ সালের ফল

২০১৪ সালের ফল

২০১৪-র নির্বাচনে দমদম কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের ইদ্রিশ আলি সিপিআইয়ের নুরুল হুদাকে ১ লক্ষ ০৯ হাজার ৬৫৯ ভোটে পরাজিত করেন। কাকলিদেবী পান ৪,৯২,৩২৬ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের নুরুল হুদার প্রাপ্ত ভোট ৩,৮২,৬৬৭। বিজেপির শমীক ভট্টাচার্য পান ২,৩৩,৮৮৭ ভোট। আর কংগ্রেসের আবদুর রহিম কাজী পান ১ লক্ষ ০২ হাজার ১৩৭ ভোট।

২০১৯-এ কারা প্রার্থী

২০১৯-এ কারা প্রার্থী

তৃণমূল কংগ্রেস এবার সিটিং এমপি ইদ্রিশ আলিকে প্রার্থী করেনি। পরিবর্তে সিনে জগতের তারকা অভিনেত্রী নুসরত জাহানকে প্রার্থী করেছে। বিজেপির প্রার্থী হয়েছেন দলের রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। সিপিআইয়ের প্রার্থী পল্লব সেনগুপ্ত। কংগ্রেসের প্রার্থী হয়েছেন কাজী আবদুর রহিম।

English summary
At a glance Basirhat Lok Sabha seats before 2019 Election. In 2019 Lok Sabha election the fight will be TMC versus BJP in Basirhat now. CPM also will be factor,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X