For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শিলিগুড়ি মডেল'-কে সামনে রেখেই বিধানসভায় বাজিমাতের আশা সীতারামের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

কলকাতা, ৬ মার্চ : চলতি বিধানসভা ভোটে একমাত্র মডেল হিসাবে উঠে এসেছে শিলিগুড়ি পুরসভার মডেলই। সেখানে পুরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিতে বাং-কংগ্রেস সহ একাধিক দল হাতা হাত মিলিয়ে লড়াই করেছিল। আর তার ফলও পাওয়া গিয়েছে হাতেনাতে। পুরসভা দখল করেছে বিরোধী জোট। আর তার নেতা হিসাবে মেয়র হয়েছেন অশোক ভট্টাচার্য।

এই অশোক মডেলকে সামনে রেখে লড়াই করলে জয় অসম্ভব নয়। এমনটাই মনে করছেন সিপিএমের সর্বভারতীয় সম্পাদক সীতারাম ইয়েচুরি। আর তাই অশোক ভট্টাচার্যের ভাবনাকে মডেল করেই এরাজ্যে প্রচারে আসছেন সীতারাম।

'শিলিগুড়ি মডেল'-কে সামনে রেখেই বিধানসভায় বাজিমাতের আশা সীতার

রাজ্যে তৃণমূল সরকার ও কেন্দ্রে বিজেপি সরকারকে পরাস্ত করতে সমস্ত ধর্ম নিরপেক্ষ গণতান্ত্রিক শক্তিকে একজায়গায় হওয়ার আহ্বান জানিয়েছেন সীতারাম। এখনও সেই জায়গাতেই আটকে রয়েছেন তিনি।

এদিন উত্তরবঙ্গের মালবাজার, ডাবগ্রাম-ফুলবাড়ি ও শিলিগুড়িতে সভা করার কথা রয়েছে সীতারামের। কয়েকদিন আগে রাহুল গান্ধী যেভাবে বামেদের হাত ধরতে কংগ্রেসিদের আহ্বান জানিয়েছিলেন, ঠিক একই পথে সমস্ত ধর্ম নিরপেক্ষ শক্তিকে এক ছাতার তলায় আসার আহ্বান জানাবেন সীতারাম।

দু'মাস আগেও যখন জোট নিয়ে প্রকাশ কারাট শিবির বেঁকে বসেছিল, তখন রাজনৈতিকভাবে পরিস্থিতি বিশ্লেষণ করে জোট নিয়ে দলের নেতাদের বুঝিয়ে রাজি করিয়েছিলেন সীতারামই। এবার দেখার সব ধর্মনিরপেক্ষ দলকে এক জায়গায় এনে ভোটের অঙ্ক তিনি কতোদূর মেলাতে পারেন।

English summary
Assembly Election 2016 : CPM secretary Sitaram Yechuri to campaign in Bengal on Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X