For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধীর-শুভেন্দুর লড়াই জারি! উপনির্বাচনে ভোটারদের ওপরে প্রভাব খাটানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

আপাতত শান্তিপূর্ণভাবেই চলছে মুর্শিদাবাদের নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচন। তবে তৃণমূলের বিরুদ্ধে আইসক্রিম, লজেন্স দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে।

Google Oneindia Bengali News

আপাতত শান্তিপূর্ণভাবেই চলছে মুর্শিদাবাদের নওদা ও কান্দি বিধানসভার উপনির্বাচন। তবে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আইসক্রিম, লজেন্স দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। এদিনের উপনির্বাচনে বেশিরভাগ বুথেই রয়েছে কেন্দ্রীয় বাহিনী। এই দুই আসনের নির্বাচন অধীর চৌধুরী ও শুভেন্দু অধিকারীর সম্মানের লড়াই বলেও মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

অধীর-শুভেন্দুর লড়াই জারি! উপনির্বাচনে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নওদা কেন্দ্রে তৃণমূলের বিরুদ্ধে আইসক্রিম, লজেন্স, মুড়ি দিয়ে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছে। ভোটে বিশেষ ব্যবস্থার কথা কার্যত স্বীকারও করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

[আরও পড়ুন: মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে][আরও পড়ুন: মমতার আশঙ্কাই কি সত্যি হল! এক্সিট পোল-এর পর মায়াবতী-সোনিয়া বৈঠক ঘিরে কী জানা যাচ্ছে]

নওদা ও কান্দি দুই বিধানসভাই বহরমপুর লোকসভার অন্তর্গত। দুই কেন্দ্রের কংগ্রেস বিধায়ক অপূর্ব সরকার এবং আবু তাহের খান দলত্যাগ করে তৃণমূলের যোগ দেন এবং তাঁদের যথাক্রমে বহরমপুর ও মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের নির্বাচনে প্রার্থী করা হয়। ফলে এই দুই কেন্দ্রে অকাল নির্বাচন। দুটি কেন্দ্রে বুথের সংখ্যা ৫১৭টি। ভোটকর্মীর সংখ্যা প্রায় আড়াই হাজার।

কান্দিতে কংগ্রেস প্রার্থী সফিউল আলম খান, তৃণমূল প্রার্থী গৌতম রায়, বিজেপি প্রার্থী সনৎ মণ্ডল এবং বাম মনোনীত সিপিআই প্রার্থী দেবজ্যোতি রায়। অন্যদিকে, নওদা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী সুনীল মণ্ডল, তৃণমূল প্রার্থী সাহিনা মমতাজ, বিজেপির তরফে প্রার্থী অনুপম মণ্ডল এবং আরএসপির তরফে প্রার্থী সিরাজুল ইসলাম মণ্ডল।

[আরও পড়ুন:ওড়িশায় কি ক্ষমতা দখল করতে পারে বিজেপি! কী বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা][আরও পড়ুন:ওড়িশায় কি ক্ষমতা দখল করতে পারে বিজেপি! কী বলছে বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা]

English summary
Assembly by election for Nawada and Kandi are going on in Murshidabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X