For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নামখানার স্কুলকাণ্ড নিয়ে খুব শিগগিরি শুনানি, সুজন-মান্নানদের দ্বারস্থ নিগৃহীত শিক্ষকরা

নামখানার দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী বিদ্যাপীঠের নিগৃহীত শিক্ষকরা এবার জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকের সঙ্গে দেখা করলেন।

Google Oneindia Bengali News

নামখানার দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী বিদ্যাপীঠের নিগৃহীত শিক্ষকরা এবার জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকের সঙ্গে দেখা করলেন। প্রতিবাদী মাস্টার বলে পরিচিত এবং আক্রান্ত আমরার সদস্য মইদুল ইসলামকে সোমবার সাক্ষাৎ-এর সময় দিয়েছিলেন ডিআইএসএসই নজরুল হক। নামখানার স্কুলের নিগৃহীত শিক্ষকদের সঙ্গে করে নজরুল হকের সঙ্গে দেখা করেন মইদুল। নিগ্রহের শিকার শিক্ষকদের বক্তব্য তিনি শোনেন।

মারধরের বিচার চাইতে এবার আরও বড় পদক্ষেপ শিক্ষকদের

বিষয়টি তিনি দেখছেন বলে জানান নিগৃহীতদের। পরে ওয়ানইন্ডিয়া বেঙ্গলি-কে দেওয়া বক্তব্যে ডিআইএসএসই নজরুল হক জানান, তিনি এই বিষয়ে খুব শিগগিরি একটি হেয়ারিং ডাকতে চলেছেন। সেখানে অভিযোগকারী এবং অভিযুক্তদের হাজির থাকতে বলা হবে। দু'পক্ষের উপস্থিতিতে সমস্ত কিছু শোনার পরই এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। যদিও, এই নিগৃহীত শিক্ষকদের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য নজরুল হকের নির্দেশে মইদুল ইসলামের অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার বাজেয়াপ্ত করেন স্কুল পরিদর্শক। কেন এই বাজেয়াপ্ত? এই নিয়ে নজরুল হক সাফ জানিয়ে দেন এমন কোনও বাজেয়াপ্তের কথা তাঁর জানা নেই। এমনকী, মইদুল ইসলাম বলে কেউ তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছেন তাও তিনি জানেন না বলে ওয়ানইন্ডিয়া বেঙ্গলিকে জানান। যদিও, সূত্রের খবর, সমস্ত স্কুলেই যে সব শিক্ষকরা ঠিকমতো অ্যাটেন্ডেন্স মানছেন না তাঁদের সকলেরই অ্যাটেন্ডেন্স রেজিস্ট্রার বাজেয়াপ্ত করতে নির্দেশ দিয়েছেন ডিআইএসএসই নজরুল হক। কিন্তু, কী কারণে তিনি এই কথা একটি সংবাদমাধ্যমের সামনে অস্বীকার করলেন তা জানা যায়নি।

মারধরের বিচার চাইতে এবার আরও বড় পদক্ষেপ শিক্ষকদের

আলিপুরে ডিআইএসএসই-এর দফতর থেকে বেরিয়েই দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী বিদ্যাপীঠের শিক্ষকরা বিধানসভায় যান। সেখানে তাঁরা প্রথমে সুজন চক্রবর্তী ও পরে বিরোধী নেতা আব্দুল মান্নানের সঙ্গে দেখা করেন। বিধানসভায় সিপিএম-এর মুখ্যসচেতক সুজন চক্রবর্তী নিগৃহীত শিক্ষকদের বক্তব্য শোনেন এবং তাঁদের পাশে থাকারআশ্বাসও দেন।

মারধরের বিচার চাইতে এবার আরও বড় পদক্ষেপ শিক্ষকদের

বিরোধী দলনেতা আব্দুল মান্নানও নিগৃহীত শিক্ষকদের বক্তব্য শোনেন। তাঁদের বিষয়টি যাতে সরকারের নজরে আনা যায় সে বিষয়ে আশ্বাস দেন তিনি।

জানা গিয়েছে, নিগৃহীত শিক্ষকরা মুখ্যমন্ত্রীর দ্বারস্ত হওয়ার পরিকল্পনাও নিয়েছেন। বিষয়টি যাতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সামনেও উপস্থাপন করা যায় তারও চেষ্টা করছেন তাঁরা।

English summary
Assaulted teachers of Namkhana went to DISSE to inform the incident of 23 August. After that they have gone to meet MLA Sujan Chakraborty And Abdul Mannan and submitted their plea in front of two leaders.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X