For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উপযুক্ত নিরাপত্তা চাই, বিডিও-কে আবেদন জানালেন নামখানা স্কুলের নিগৃহীত শিক্ষকরা

নামখানার দশমাইলের দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ বিদ্যাপীঠে শিক্ষক নিগ্রহের ঘটনায় বৈঠক ডেকেছিলেন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক রাজীব আহমেদ।

Google Oneindia Bengali News

নামখানার দশমাইলের দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ বিদ্যাপীঠে শিক্ষক নিগ্রহের ঘটনায় বৈঠক ডেকেছিলেন স্থানীয় ব্লক উন্নয়ন আধিকারিক রাজীব আহমেদ। কিন্তু, সেই বৈঠকে হাজির না থাকার কথা জানিয়ে দিলেন নিগৃহীত শিক্ষকরা। উপযুক্ত নিরাপত্তা না দিলে যে বৈঠকে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয় তা লিখিত আকারে জানিয়েও দিয়েছেন তাঁরা। এমনকী, নিরাপত্তার খাতিরেই তাঁরা বৈঠকের সময় বিকেল ৫টার পরিবর্তে অফিস টাইমে করার আবেদনও রেখেছেন।

নিরাপত্তার দাবিতে অটল শিক্ষকদের দল

দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ বিদ্যাপীঠের সমস্ত শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষকর্মীদের নিয়ে বৈঠকে বসার সিদ্ধান্ত নেন নামখানা ব্লকের বিডিও রাজীব আহমেদ। সেই মর্মে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আশিস ভট্টাচার্যকেও বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বৈঠকে নিগৃহীত শিক্ষকদের সঙ্গে সঙ্গে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষককে উপস্থিত থাকার নির্দেশও দিয়েছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক। কিন্তু, নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বুধবার সকালেই ব্লক উন্নয়ন আধিকারিককে লিখিত আকারে তাঁদের বক্তব্য জানান নিগৃহীত শিক্ষকরা।

[আরও পড়ুন:নামখানার স্কুলকাণ্ড নিয়ে খুব শিগগিরি শুনানি, সুজন-মান্নানদের দ্বারস্থ নিগৃহীত শিক্ষকরা][আরও পড়ুন:নামখানার স্কুলকাণ্ড নিয়ে খুব শিগগিরি শুনানি, সুজন-মান্নানদের দ্বারস্থ নিগৃহীত শিক্ষকরা]

ব্লক উন্নয়ন আধিকারিক রাজীব আহমেদ জানিয়েছেন, নিগৃহীত শিক্ষকদের থেকে হোয়াটসঅ্যাপ-এ মেসেজ না আসার কথা নিশ্চিত করলেও তাতে কী লেখা রয়েছে তা তিনি জানাতে পারেননি। দক্ষিণ দুর্গাপুর চঞ্চলাময়ী আদর্শ বিদ্যাপীঠের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক আশিস ভট্টাচার্যের অভিযোগ, তিনি মঙ্গলবার আক্রান্ত শিক্ষকদের ফোন করলেও তাঁরা ফোন তোলেননি। যদিও, এমন কোনও ফোন আসার কথা জানানি নিগৃহীত শিক্ষকরা।

[আরও পড়ুন:মুখ খুললেন নামখানা স্কুলের টিআইসি, পাল্টা ভিডিও প্রকাশ করে আনলেন খাতা চুরির অভিযোগ][আরও পড়ুন:মুখ খুললেন নামখানা স্কুলের টিআইসি, পাল্টা ভিডিও প্রকাশ করে আনলেন খাতা চুরির অভিযোগ]

ইতিমধ্যে ২৩ তারিখে স্থানীয় কিছু তৃণমূল নেতা এবং তাঁদের দলবল-এর স্কুলে ঢুকে হামলা চালানোর ঘটনায় ডিআই অফিস ও এসআই অফিসে অভিযোগও জানিয়েছেন ওই শিক্ষকরা। শুক্রবার ডিআই অফিসে নিগৃহীত শিক্ষক এবং ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের সঙ্গে বৈঠকে বসার কথা জেলা স্কুল পরিদর্শকের।

[আরও পড়ুন:নামখানার স্কুলে সহকর্মীদের মারধরে প্রধান শিক্ষকের নামে এফআইআর, গ্রেফতারের দাবি অম্বিকেশ মহাপাত্রর][আরও পড়ুন:নামখানার স্কুলে সহকর্মীদের মারধরে প্রধান শিক্ষকের নামে এফআইআর, গ্রেফতারের দাবি অম্বিকেশ মহাপাত্রর]

English summary
Assaulted teachers of Namkahna School will not take part in the meeting called by the BDO. They have stated unless they have the proper security they can not attend the meeting in the evening.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X