For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও একদিন সময় চাইলেন মদন মিত্র, সিবিআই দফতরে হাজিরা শুক্রবার সকালে

Google Oneindia Bengali News

আরও একদিন সময় চাইলেন মদন মিত্র, সিবিআই দফতরে হাজিরা শুক্রবার সকালে
কলকাতা, ১০ ডিসেম্বর : বুধ থেকে বৃহস্পতি হয়ে অবশেষে শুক্রবারে এসে ঠেকল। এভাবেই সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়া ক্রমেই পিছোচ্ছেন পরিবহন মন্ত্রী মদন মিত্র। তবে এখনও পর্যন্ত সিবিআই সূত্রের যা খবর তাতে শুক্রবার সকাল ১১ টা নাগাদ সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন মদনবাবু।

প্রথমে বুধবার মদন মিত্রকে সিবিআই তলব করে। যদিও একইসঙ্গে জানিয়ে দেওয়া হয়, যদি তিনি ওইদিন আসতে না পারেন, তা হলে কবে পারবেন, সেই ব্যাপারে জানাতে হবে সিবিআইকে। সেই অনুযায়ী, মদন মিত্র জানান বৃহস্পতিবার প্রথমার্ধেই দেখা সিজিও কমপ্লেক্সে তিনি যাবেন। ঠিক ছিল বৃহস্পতিবার সকাল ১০ টা নাগাদ সিবিআই তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। যদিও সিবিআই সূত্রের খবর মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ তদন্তকারী আধিকারিককে ফের ফোন করেন পরিবহন মন্ত্রী।

ফোনে মদনবাবু জানান, পূর্ব নির্ধারিত কিছু সরকারি অনুষ্ঠান রয়েছে বৃহস্পতিবার যেখানে তাঁর থাকা আবশ্যক। তিনি কোনও মতেই তা এড়িয়ে যেতে পারবেন না। তাই আরও একদিনের সময় চেয়ে নেন তিনি। সূত্রের খবর মিনিট দুয়েকের টেলিফোন কথপোকথনে পরিবহন মন্ত্রীর আর্জি শোনেন সিবিআই-এ তদন্তকারি আধিকারিক। এই বিষয়ে বৈঠক করেন সিবিআই-এর প্রতিনিধি দল। এর পরেই মদনবাবুর আর্জি মেনে নেওয়া হয়। মদনবাবুর আর্জি মেনে শুক্রবার সকাল পর্যন্ত সময় দেওয়া হয়েছে তাঁকে।

সারদা-কাণ্ডে পরিবহণ মন্ত্রীর ভূমিকা কী ছিল, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করবেন গোয়েন্দারা। অভিযোগ, তিনি অবৈধ সুযোগসুবিধা নিয়ে সারদার ব্যবসা বিস্তারে সহায়তা করেছিলেন। কুণাল ঘোষ গ্রেফতার হওয়ার পর বারবার মদনবাবুর দিকে আঙুল তুলেছেন। সুদীপ্ত সেনও বলেছেন যে, তাঁকে ভয় দেখিয়ে টাকা আদায় করেছিলেন মদন মিত্র। এর সত্যতা বিচার করে দেখতেই ফের তাঁকে তলব সিবিআই-এর।

এর আগে ২১ নভেম্বর তাঁকে ডেকে পাঠিয়েছিল সিবিআই। কিন্তু তার দু'দিন আগে পিঠে টিউমার নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। অসুস্থতার কারণে তখন জেরা এড়িয়ে যেতে পারলেও এবারে সিবিআই-এর মুখোমুখি না হলে আরও সমস্যায় মদনবাবু পড়তে পারেন বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

English summary
Asked for one more day, Madan Mitra to appear before CBI on Friday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X