For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ও থাকলে খুব খুশি হতো আজ! কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য

ভোট শুরু হওয়ার পর থেকে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর। এমনকি ভোট চলাকালীন চলল গুলি। সঙ্গে একাধিক এলাকাতে কার্যত মুড়িমুড়কির মতো পড়ল বোমা। কার্যত চার পুরসভার ভোট চলাকালীন যখন উত্তপ্ত পরিস্থিতি তখন ভোট দিতে গিয়ে আবেগপ্র

  • |
Google Oneindia Bengali News

ফের একবার ভোটের নামে প্রহসন! ভোট শুরু হওয়ার পর থেকে একের পর এক জায়গা থেকে অশান্তির খবর। এমনকি ভোট চলাকালীন চলল গুলি। সঙ্গে একাধিক এলাকাতে কার্যত মুড়িমুড়কির মতো পড়ল বোমা। কার্যত চার পুরসভার ভোট চলাকালীন যখন উত্তপ্ত পরিস্থিতি তখন ভোট দিতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।

কথা বলতে গিয়ে কেঁদে ফেললেন অশোক ভট্টাচার্য

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের নির্দেশে ফের একবার ভোটের ময়দানে নেমেছেন। মুলত তাঁকে মুখ করেই ফের একবার শিলিগুড়ি পুরসভা দখলের ছক বামেদের। আর তিনিই কিনা এমন ভাবে আবেগপ্রবণ হয়ে পড়লেন। কিন্তু কেন?

গত কয়েকমাস আগে প্রয়াত হন অশোক ভট্টাচার্যের স্ত্রী রত্না ভট্টাচার্য। এরপরেই রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার কথা জানিয়েছিলেন। কিন্তু লড়ছেন। কিন্তু এবার আর তাঁর পাশে নেই স্ত্রী। প্রত্যেক নির্বাচনেই স্ত্রীকে পাশে পেয়েছেন অশোকবাবু। এমনকি বছরের পর বছর তিনি ভোট দিতে এসেছেন স্ত্রীকে নিয়েই। এমনকি গত বিধানসভা নির্বাচনেও রত্না ভট্টাচার্য অশোকবাবুর পাশেই ছিলেন। এমনকি তাঁকে নিয়েই ভোট দিতে এসেছেন। কথা বলেছেন সংবাদমাধ্যমের সঙ্গে।

কিন্তু এবার সব কিছু বদলে গিয়েছে। কয়েকমাসের মধ্যেই এই বদল। ভোটের লাইনে একেবারে একা অশোকবাবু। আর এই অবস্থায় রীতিমত আবেগপ্রবণ হয়ে পড়লেন ৬ নম্বর ওয়ার্ডের প্রবীণ এই বাম প্রার্থী। বাঁধ ভাঙল চোখের জলও। এই অবস্থা দেখে ঘাবড়ে যাক অনেকেই।

কেন এমন ভাবে ভেঙে পড়লেন অশোকবাবু? যদিও নিজেই বিষয়টি পরিস্কার করেন। বর্ষীয়ান এই বাম নেতা বলেন, এই প্রথমবার একা এসে ভোট দিলাম। খুবই খারাপ লাগছে। প্রত্যেকবার রত্না পাশে থাকত। একসঙ্গে এসে ভোট দিতাম। ও জীবিত থাকলে খুশি হত বলেও অশোক ভট্টাচার্য। আর এই কথা বলতে বলতে ফের একবার ভেঙে পড়েন অশোক ভট্টাচার্য। তবে কিছু সামলেই তিনি আরও জানান, সকাল বেলা রত্নার ছবিতে মালা দিয়ে বেরিয়েছি।

চন্দননগর, বিধাননগর, আসানসোল এবং শিলিগুড়িতে ভোট চলছে। কার্যত বিধাননগর এবং আসানসোলে সকাল থেকেই উত্তেজনা। বেলা বাড়তে আসানসোলে একের পর এক গুলি চলার ঘটনা। এমনকি বোমাবাজি হয়েছে বলেও অভিযোগ। এই অবস্থায় মোটের উপর শান্তিপূর্ণ ভোট হচ্ছে শিলিগুড়ি। বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া সেভাবে বড় কোনও ঘটনা নেই শিলিগুড়িতে।

শান্তিপূর্ণ ভোট হচ্ছে উত্তরবঙ্গের গুরুত্বপূর্ণ এই পুরসভাতে। কড়া নিরাপত্তার মোড়কেই ভোট হচ্ছে সেখানে। প্রায় দু হাজারেরও বেশি রাজ্য পুলিশ মোতায়েন করা হয়েছে শিলিগুড়ি পুরসভাতে।

English summary
Ashok Bhattacharya cries on voting day, remembering his late wife Ratna
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X