For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কত ভোটে লিড! টার্গেট পূরণে মিলবে ‘ইনাম’ নইলে ইস্তফার খাঁড়া, মেসেজ দিলেন মেয়র

একদিন আগেই তৃণমূলের কর্মিসভা থেকে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন পারফরম্যান্স চাই, আমাদের উপর নজর রাখছেন ৭০ জন পর্যবেক্ষক। এবার দিলেন টার্গেট।

Google Oneindia Bengali News

একদিন আগেই তৃণমূলের কর্মিসভা থেকে আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেছিলেন পারফরম্যান্স চাই, আমাদের উপর নজর রাখছেন ৭০ জন পর্যবেক্ষক। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তাঁদের পাঠিয়েছেন। আর মঙ্গলবার দিলেন টার্গেট। কাউন্সিলরদের উদ্দেশ্যে টার্গেট স্পষ্ট করে দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

কত ভোটে লিড! টার্গেট পূরণে মিলবে ‘ইনাম’ নইলে ইস্তফার খাঁড়া, মেসেজ দিলেন মেয়র

তিনি বলেন, কাউন্সিলররা মন দিয়ে শুনুন। ওয়ার্ডে পাঁচ হাজার ভোট লিড দিতে পারলেই এক কোটির কাজ দেওয়া হবে। তিন হাজার ভোট লিড দিতে পারলে ৫০ লক্ষ টাকার কাজ দেওয়া হবে ওয়ার্ডে। আর দু-হাজার লিড দিলে ৩০ লক্ষ টাকার কাজ। আর সামান্য হলেও লিড দিতে পারলে ১০ হাজার টাকার কাজ দেবেন বলে প্রতিশ্রুতি দেন মেয়র জিতেন্দ্র তিওয়ারি।

একইসঙ্গে তিনি হুঁশিয়ারিও দিয়ে রাখেন। ওয়ার্ডে লিড দিতে না পারলে ঘুরিয়ে ইস্তফার বার্তা দেন তিনি। বলেন, দলীয় প্রার্থীকে জেতাতে না পারলে আমি যেমন ইস্তফা দেব, আপনারা লিড দিতে না পারলে, আপনাদের কী করা উচিত আপনারাই ভেবে নিন। দল পারফরম্যান্স চায়। দলকে সেই পারফরম্যান্স দিতে হবে সবাইকে। আমরা সবাই মিলে সেই টার্গেট অ্যাচিভ করব আমরা।

[আরও পড়ুন: মোদীকে টক্কর দিতে গিয়ে 'বেরোজগার' হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন ][আরও পড়ুন: মোদীকে টক্কর দিতে গিয়ে 'বেরোজগার' হয়ে গেলেন হার্দিক! কী ঘটেছে জানেন ]

উল্লেখ্য, আসানসোলে গতবার হেরে গিয়েছিলেন তৃণমূল প্রার্থী। এই কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছিলেন বাবুল সুপ্রিয়। গোষ্ঠীকোন্দলের জেরে হার মানতে হয়েছিল দোলা সেনকে, এমনটাই মনে করে রাজনৈতিক মহল। এবার প্রার্থী হয়েছেন মুনমুন সেন। তাঁকে জেতাতে এবার গোষ্ঠীকোন্দল ভুলে লড়াইয়ের আহ্বান জানালেন তিনি।

[আরও পড়ুন:পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও][আরও পড়ুন:পাহাড়ে বিজেপির সঙ্গে গোপন আঁতাত গুরুংপন্থীদের! এবার কি দোসর জিএনএলএফও]

তার প্রেক্ষিতেই মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, সবার কাজে নজর রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ৭০ জনকে পাঠিয়েছেন বলে আমার কাছে গোপন খবর আছে। এদিন ফের এক কর্মিসভায় কাউন্সিলরদের টার্গেট বেঁধে দেন। তেমনই টার্গেট পূরণে পুরস্কার ঘোষণাও করে দেন তিনি।

[আরও পড়ুন: 'মায়াবতী নিজে পাকা চুল কালো করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার][আরও পড়ুন: 'মায়াবতী নিজে পাকা চুল কালো করেন, ফেশিয়াল করেন আবার মোদীকে বলেন', কী নিয়ে তোপ বিজেপি নেতার]

English summary
Asansole Mayor Jitendra Tiwari gives the target for Lok Sabha Election 2019. He also announces gift to fulfill the target
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X