For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাঁচরাপাড়ার ‘কাঁচাছেলে’ এখন ‘গ্যাটিস রায়’, বহু নামে বিভূষিত মুকুল রায়কে কটাক্ষ

বিজেপি ছাড়ার পর বহু নামে বিভূষিত হয়েছে মুকুল রায়। গদ্দার থেকে শুরু করে কাঁচা ছেলে, বুড়ো ভাম, কত কিছু। এবার আর এক নতুন নাম হল বিজেপি নেতা মুকুল রায়ের।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি ছাড়ার পর বহু নামে বিভূষিত হয়েছে মুকুল রায়। গদ্দার থেকে শুরু করে কাঁচা ছেলে, বুড়ো ভাম, কত কিছু। এবার আর এক নতুন নাম হল বিজেপি নেতা মুকুল রায়ের। আর এবার মুকুল রায়কে নতুন তকমা দিলেন আসানসোল পুরসভার মেয়র জিতেন্দ্রপ্রসাদ তিওয়ারি। মুকুল রায়কে গ্যাটিস রায় রায় বেল কটাক্ষ করলেন মেয়র।

মুকুল এখন গ্যাটিস রায়

মুকুল এখন গ্যাটিস রায়

জিতেন্দ্রপ্রসাদ বলেন, মুকুল রায় হলেন গ্যাটিস দেওয়া ফুটবল। ওঁকে নিয়ে কোনও প্রতিযোগিতা হবে না। খেলা শুরুর আগেই ময়দান ছেড়ে চলে যেতে হরবে তাঁকে। গ্যাটিস দেওয়া ফুটবলে কী আর প্রতিযোগিতা হয়! আজ থেকে তাই মুকুল রায়ের নাম গ্যাটিস রায়। সোমবার রাতে অন্ডালের এক সভা থেকে জিতেন্দ্রপ্রসাদ নিশানা করেন মুকুল রায়কে।

গ্যাটিস দেওয়া ফুটবল

গ্যাটিস দেওয়া ফুটবল

অন্ডালের দুর্গামন্দিরের ভরা সভায় মুকুল রায়কে কটাক্ষ করেন জিতেন্দ্র তিওয়ারি। আক্রমণের জন্য তৃণমূল ত্যাগী বিজেপি নেতা মুকুল রায়কে বেছে নিয়ে তিনি বলেন, গ্যাটিস দেওয়া ফুটবলে এমনি প্র্যাকটিস করা যায়। দিন ১৫ প্র্যাকটিসের পর ফেলে দেওয়া হয়। বিজেপিও তাই করবে ওকে নিয়ে।

[আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের মুখে বড় 'ধাক্কা' বিজেপির! কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েদিলেন নিজের সিদ্ধান্ত][আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের মুখে বড় 'ধাক্কা' বিজেপির! কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েদিলেন নিজের সিদ্ধান্ত]

দিলীপ ঘোষকেও কটাক্ষ

দিলীপ ঘোষকেও কটাক্ষ

এদিন দিলীপ ঘোষকেও কটাক্ষ করেন জিতেন্দ্র প্রসাদ। তিনি বলে, দিলীপবাবু পাহাড়ে গরম গরম কথা বলেছিলেন। তারপর মার খেয়ে ফিরতে হয়েছিল তাঁকে। সেদিন যে সমস্ত কর্মী ছিলেন, তাঁদের দিকে ফিরেও তাকাননি দিলীপ ঘোষ। তাই আমরা ঠিক করেছি, কোনও বিজেপি কর্মীকে যাতে আক্রমণ না করা হয়, সেদিকে সবার আগে নজর রাখছি।

[আরও পড়ুন:কথায় কথায় উন্নয়ন দেখান, তাঁকেই কি না অনুন্নয়নের খোঁটা, যুবককে ‘জবাব' অনুব্রতর][আরও পড়ুন:কথায় কথায় উন্নয়ন দেখান, তাঁকেই কি না অনুন্নয়নের খোঁটা, যুবককে ‘জবাব' অনুব্রতর]

বহু নামে বিভূষিত মুকুল

বহু নামে বিভূষিত মুকুল

তৃণমূলের সংসর্গ ত্যাগ করার পর থেকেই মুকুল রায় প্রসঙ্গে খড়্গহস্ত ছিলেন দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। 'গদ্দার', 'বুড়ো ভাম', কাঁচরাবাবু, কাঁচাছেলে- এমন বহু নামে তাঁকে বিভূষিত করা হয়েছিল। পাল্টা পার্থ চট্টোপাধ্যায়কে 'বাচ্চা ছেলে' বলে কটাক্ষ করেছিলেন মুকুল রায়। তারই পরিপ্রেক্ষিতে 'বুড়ো ভাম' কটাক্ষ করেছিলেন পার্থ চট্টোপাধ্যায়।

[আরও পড়ুন:অবস্থানে অনড় মমতা! নোটিস দিয়েও বিধানসভায় শবর মৃত্যু নিয়ে হল না আলোচনা, বিরোধীদের ওয়াকআউট ][আরও পড়ুন:অবস্থানে অনড় মমতা! নোটিস দিয়েও বিধানসভায় শবর মৃত্যু নিয়ে হল না আলোচনা, বিরোধীদের ওয়াকআউট ]

English summary
Asansole Mayor Jitendra Prasad Tiwari criticizes Mukul Roy as Gatis Roy. He says Mukul roy like leak football,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X