For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবুল মন্ত্রী হওয়ায় আসানসোলে উৎসব, আবির খেলা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

বিজেপি
আসানসোল, ১০ নভেম্বর: প্রথমবার এখান থেকে জিতে সাংসদ হয়েছেন তিনি। পাঁচ মাস যেতেই কেন্দ্রে মন্ত্রীও হয়ে গেলেন। বাবুল সুপ্রিয়কে নিয়ে তাই উচ্ছ্বসিত আসানসোল। রবিবার রাত পর্যন্ত তাই এখানে চলল ভরপুর উৎসব।

বাবুল সুপ্রিয় মন্ত্রী হচ্ছেন, এই খবর সকাল থেকেই ছড়িয়ে পড়েছিল আসানসোলে। তাই শহরের জায়গায়-জায়গায় টিভির ব্যবস্থা করে বিজেপি কর্মীরা। দুপুর থেকে চোখ ছিল টিভির দিকে। 'আই, বাবুল সুপ্রিয় বড়াল...' বলে তিনি শপথবাক্য পাঠ করা শুরু করতেই উল্লাসে ফেটে পড়ে জনতা। শুরু হয়ে যায় পটকা ফাটানো, চরকি পোড়ানো। পাড়ায়-পাড়ায় রসগোল্লা বিলি শুরু করে দেন বিজেপি কর্মীরা। ঢাক-ঢোল নিয়ে শোভাযাত্রা হয়।

বাবুল সুপ্রিয় আসানসোলে এলে যে ফ্ল্যাটে থাকেন, তার মালিক জয়ন্ত ভাদুড়ি বলেন, "ভোটের প্রচার চলছিল তখন। উনি এসেছিলেন আমার ফ্ল্যাটটা ভাড়া নেবেন বলে। এত বড় মাপের একজন শিল্পী থাকবেন, আমি তো ভাবতেই পারিনি! এর পর উনি সাংসদ হলেন, এখন মন্ত্রী। আমার কাছে গোটা ব্যাপারটা যেন স্বপ্ন।"

শুধু আসানসোল শহরই নয়, কুলটি, রাণীগঞ্জ, জামুড়িয়া, সালানপুরেও উৎসব শুরু হয়ে যায়। গেরুয়া আবিরে একে অপরকে রাঙিয়ে দেন। আসানসোলের ব্যবসায়ী, সাংস্কৃতিক কর্মী, সাধারণ মানুষ সবারই আশা, ভেঙে পড়া শিল্প ও অর্থনীতির পুনরুজ্জীবনে কিছু ভালো কাজ করে দেখাবেন বাবুল সুপ্রিয়।

মন্ত্রী হওয়ার পর তিনি নিজেও স্বীকার করে নিয়েছেন যে, মানুষের প্রত্যাশা রয়েছে তাঁকে ঘিরে। এই প্রত্যাশা পূরণে আপ্রাণ চেষ্টা করবেন বলে জানিয়েছেন বাবুল সুপ্রিয়।

English summary
Asansol in festive mood as Babul Supriyo becomes minister
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X