For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিশুকন্যা নিগ্রহে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আসানসোলে

শিশুকন্যা নিগ্রহে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আসানসোলে

  • By অভীক
  • |
Google Oneindia Bengali News

শিশুকন্যাকে নিগ্রহের অভিযোগে অভিযুক্ত যুবককে পকসো আইনে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আসানসোল আদালত।

শিশুকন্যা নিগ্রহে যুবকের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ আসানসোলে

শুক্রবার আসানসোল আদালতের বিচারক শরণ্যা সেন প্রসাদ রানীগঞ্জের যুবক কৃষ্ণ ভুঁইয়াকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দেন। এদিন রায় ঘোষণার সময় আদালতের পর্যবেক্ষণ, কৃষ্ণ ভুঁইয়ার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল। পাশাপাশি, তাকে জরিমানা বাবদ ২ হাজার টাকা দিতে হবে।

ঘটনা প্রসঙ্গে সরকারি কৌঁসুলি জানান, ২০১৭ সালের ১৯ এপ্রিল সকালে রানিগঞ্জের রনাইয়ের বাসিন্দা কৃষ্ণ ভুঁইয়া এলাকার তিন বছরের এক শিশু কন্যাকে তার বাড়ির সামনে থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। শিশু কন্যাকে খুঁজে তার বাড়ির লোকেরা পায়নি। বেশ কিছুক্ষুন পরে শিশু কন্যাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়। এরপর বাড়ির লোকেরা তাকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যান।

চিকিৎসক পরীক্ষা করে জানান, শিশুটির উপরে শারীরিক নির্যাতন চালানো ও তাকে ধর্ষণ করা হয়েছে। এরপর সেদিনই পরিবারের তরফে রানিগঞ্জ থানায় গোটা ঘটনার কথা জানিয়ে অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্ত করতে নেমে পুলিশ বিভিন্ন সূত্র থেকে জানার পরে কৃষ্ণ ভুঁইয়াকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে পুলিশ পসকো আইনে মামলা করে। মামলার সরকারি আইনজীবী এদিন বলেন, আসানসোল আদালতে পসকো আইনে এই প্রথম কোন মামলার শুনানির শেষে দোষীর সাজানো ঘোষণা করা হলো। আমি সর্বোচ্চ সাজা দেওয়ার পাশাপাশি, শিশুর পরিবারকে আর্থিক ক্ষতি পূরণ দেওয়ার আবেদন করেছিলাম। সেই আবেদন বিচারক মঞ্জুর করেছেন।

ছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জিজ্ঞাসা হাইকোর্টেরছত্রধর মাহাতোকে নিয়ে কি অভিযোগ আছে? জিজ্ঞাসা হাইকোর্টের

English summary
Asansol court gives life term in child assault case
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X