For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার চিন্তা বাড়ালেন ‘বিজেপির দালাল’ আসাদউদ্দিন ওয়েইসি! সংখ্যালঘু ভোটে থাবা বসাতে সব আসনে প্রার্থী

মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই আসাউদ্দিন ওয়েইসিকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন। এবার সেই আসাদউদ্দিনই বাংলায় সব আসনে প্রার্থী দেওয়ার বার্তা দিলেন।

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায় নাম না করেই এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়েইসিকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেছেন। এবার সেই আসাদউদ্দিনই বাংলায় সব আসনে প্রার্থী দেওয়ার বার্তা দিলেন। আসাদউদ্দিনের দল মিমের এই সিদ্ধান্তে স্বভাবতই চাপে মমতা বন্দ্যোপাধ্যায়। কেননা মিম প্রার্থী দিলে মমতার সংখ্যালঘু ভোট ব্যাঙ্কে থাবা পড়বে।

সমস্ত আ্রসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মিমের

সমস্ত আ্রসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মিমের

আসাদউদ্দিন ওয়েইসির দল অল ইন্ডিয়া মসজিলস-ই-ইত্তেহাদুল মুসলিমিন অর্থাৎ মিম এ রাজ্যে সমস্ত আ্রসনে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিল। আগামী ২০২১-এর নির্বাচনে মিম সমস্ত আসনেই লড়বে। এই সিদ্ধান্ত উদ্বেগ বাড়িয়ে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। তৃণমূল কংগ্রেসকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েই এই ঘোষণা করলেন ওয়েইসি।

তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাতে

তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাতে

রাজনৈতিক মহল মনে করছে, যদি ২৯৪টি আসনেই মিম প্রার্থী দেয় তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসবেই। আর তাতে বাড়তি সুবিধা পাবে বিজেপি। কেননা সংখ্যালঘু ভোট তৃণমূলের বড় শক্তি। সেখানে যদি মিম থাবা বসায়, তৃণমূলের সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক ভেঙে দু-ভাগ হয়ে যাবে।

বাংলার প্রতিটি গ্রামে মিমের উপস্থিতি

বাংলার প্রতিটি গ্রামে মিমের উপস্থিতি

মিমের পক্ষ থেকে জানানো হয়, বাংলার প্রতিটি গ্রামে আমাদের উপস্থিতি রয়েছে। এবার বিধানসভায় আমরা প্রতিটি আসনেই প্রার্থী দেব। মিমের এই সিদ্ধান্তের ফলে মমতা ও আসাদউদ্দিনের বাকযুদ্ধ আরও বাড়বে বলেই মনে করছে রাজনৈতিক মহল। সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি অমান্য করে মিম বার্তা দেয়, বাংলায় মুসলমানরা সুরক্ষিত নন। তারা সব থেকে খারাপ রয়েছে। এই অভিযোগ পর মমতা ফের তাঁকে বিজেপির দালাল বলে কটাক্ষ করেন।

মুসলিম ভোট ভাগাভাগি, বিজেপির সুবিধা

মুসলিম ভোট ভাগাভাগি, বিজেপির সুবিধা

মিমের এই সিদ্ধান্তের ফলে মুসলিম ভোট ভাগাভাগি হয়ে যাবে। তৃণমূল, কংগ্রেস, সিপিএমের সংখ্যালঘু ভোটব্যাঙ্ক রয়েছে। সেখামে থাবা বসাবে মিম। উল্টোদিকে বিজেপির হিন্দু ভোট ব্যাঙ্ক অক্ষত রয়ে যাবে। ফলে সুবিধা পাবে বিজেপি। তাই যে কোনও মূল্যে ওয়েইসিকে আটকাতে চাইছেন মমতা।

'বিজেপির দালাল’ টাকার থলি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলায়, সাবধান করলেন মমতা'বিজেপির দালাল’ টাকার থলি নিয়ে উত্তাপ ছড়াচ্ছে বাংলায়, সাবধান করলেন মমতা

জেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 'ব্রাত্য'! হেভিওয়েট নেতার কথায় জল্পনা তুঙ্গেজেলা সফরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় 'ব্রাত্য'! হেভিওয়েট নেতার কথায় জল্পনা তুঙ্গে

English summary
Asaduddin Owaisi increases worry of Mamata Banerjee to decide candidate in Bengal. He decides to give candidate all seats of West Bengal assembly Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X