For Quick Alerts
For Daily Alerts
বাংলার মুসলিম ভোটই পাখির চোখ মিমের! ওয়েইসির নেতা বাঙালি মুসলমান আব্বাস সিদ্দিকি
তৃণমূলের ধাক্কায় মিমের সংগঠন ছারখার হয়ে গিয়েছিল। বাংলায় দিয়েই দলের নেতা পেয়ে গেলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি এবার তাঁর দলের নেতা মানছেন ফুরফুরা শরিফের পিরজাদা বাঙালি মুসলমান আব্বাস সিদ্দিকিকে। বাংলার মুসলিম ভোটই যে তাঁর টার্গেট তা তিনি বুঝিয়ে দিলেন একুশের আগে তাঁর প্রথম বঙ্গ সফরেই।
{photo-feature}

কলকাতাঃ বছরের প্রথম রবিবার চিড়িয়াখানামুখী মানুষ
শোভন-বৈশাখীর হাত ধরে তৃণমূলে আরও বড় ভাঙন! মেগা রোড শোর আগে কোন জল্পনা