For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মমতার ভোট যুদ্ধের রণাঙ্গনে লড়াইয়ের মাঝেই প্রশান্ত কিশোরের বড় পদক্ষেপ, শুরু আরও এক ইনিংস

  • |
Google Oneindia Bengali News

মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোটের যুদ্ধে কার্যত সারথী তিনিই। বিজেপিকে চ্যালেঞ্জ দিয়ে প্রশান্ত কিশোর জানিয়েছিলেন যে ভোটে যদি বিজেপি তিন অঙ্ক পার করে তাহলে তিনি আইপ্যাক ছেড়ে দেবেন। এমন এক জায়গা থেকে চ্যালেঞ্জ গ্রহণ করে প্রশান্ত কিশোর শুরু করলেন নতুন ইনিংস।

 প্রশান্তের আগের চ্যালেঞ্জ

প্রশান্তের আগের চ্যালেঞ্জ

মমতার ভোট কুশলী হিসাবে প্রশান্ত কিশোর দাবি করেছিলেন যে মুখ্যমন্ত্রী হিসাবে মমতাই ফের ফিরবেন রাজ্যে। পাশাপাশি তাঁর দাবি ছিল বিজেপি যদি ক্ষমতায় আসে বাংলায়, তাহলে তিনি কাজ ছেড়ে দেবেন। সেই জায়গা থেকে বাংলার ভোটযুদ্ধ কার্যত বিজেপি র চাণক্য অমিত শাহ বনাম মমতার ভোট কুশলী প্রশান্ত কিশোরের তাবড় লড়াই।

 প্রশান্তের চ্যালেঞ্জ ও বিজেপির জবাব

প্রশান্তের চ্যালেঞ্জ ও বিজেপির জবাব

এদিকে, 'বিজেপি যদি বাংলায় ১০০ আসন পায় তাহলে আমার অস্তিত্ব থাকবে না ভোট কুশলী হিসাবে' বলে বক্তব্য রাখেন প্রশান্ত কিশোর। এরপরই বিজেপির তরফে তার জবাব দেওয়া হয়। বিজেপির সম্বিত মহাপাত্র বলেন, ভোটের ফলাফল ঘোষণার আগেই প্রশান্ত অমিরন্দর সিংয়ের ভোট প্রচারের দায়িত্ব নিয়েছেন। ফলে বিজেপির ইঙ্গিত পশ্চিমবঙ্গের ট্রেন্ড বুঝেই পিকে পাঞ্জাবের দিকে গিয়েছেন।

প্রশান্ত কিশোরের নয়া ইনিংস

প্রশান্ত কিশোরের নয়া ইনিংস

প্রশান্ত কিশোর অবশ্য বিজেপির বক্তব্যে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। মমতার আর স্ট্যালিনদের ভোট সারথী হওয়ার পাশাপাশি তিনি এবার শুরু করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের হয়ে ভোট লড়াই। আর দায়িত্ব নিয়েই চালিয়ে ব্যাট করা শুরু করে দিলেন ভারতের তাবড় এই ভোট স্ট্র্যাটেজিস্ট।

পাঞ্জাবে দায়িত্ব নিয়ে প্রশান্তের পদক্ষেপ

পাঞ্জাবে দায়িত্ব নিয়ে প্রশান্তের পদক্ষেপ

জানা গিয়েছে প্রশান্ত কিশোর পাঞ্জাবের দায়িত্ব নিয়েই সমস্ত দফতরগত সচিবদের ১০ পয়েন্টের রেসপন্স জানানোর কথা বলেছেন প্রশান্ত। শোনা যাচ্ছে , প্রশান্ত কিশোর পাঞজাবের মুখ্যমন্ত্রীর অফিশিয়াল বাসভবন থেকে কাজ করবেন। সংবাদসংস্থা এএনআই সূত্রের দাবি, প্রশান্ত কিশোর পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের ফার্ম হাউস থেকে কাজ করবেন।

English summary
As West Bengal Assembly Election 2021 to be happen, Prashant Kishor takes Charge for Amrinder Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X