For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যা কিছু খারাপ, রাজ্যে বেশি বাড়ে! অনুব্রত কীভাবে পাবেন রক্ষা, জানালেন দিলীপ ঘোষ

যা কিছু খারাপ, রাজ্যে বেশি বাড়ে! অনুব্রত কীভাবে পাবেন রক্ষা, জানালেন দিলীপ ঘোষ

  • |
Google Oneindia Bengali News

যা কিছু খারাপ, রাজ্যে বেশি বাড়ে। দিন যত নির্বাচনের দিকে এগোবে, রাজ্যে রাজনৈতিক হিংসা বাড়বে। মন্তব্য করেছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। হিংসা পশ্চিমবঙ্গের পরম্পরার বিরোধী। যা নিয়ে বিজেপি লড়াই করছে বলে মন্তব্য করেছেন তিনি। আর এই লড়াই শেষ হবে ২০২১-এর বিধানসভায় নির্বাচনের মাধ্যমে। দিলীপ ঘোষ বলেন, সাধারণ মানুষের ওপর তাদের ভরসা আছে। তারাই সিদ্ধান্ত নেবেন।

পশ্চিমবঙ্গে বাড়বে হিংসা

পশ্চিমবঙ্গে বাড়বে হিংসা

পশ্চিমবঙ্গে রাজনৈতিক হিংসা প্রথম থেকেই ছিল। আর কমিউনিস্টরা যবে থেকে ক্ষমতায় এসেছে তা বেড়েছে। এব্যাপারে তিনি কেরল ও ত্রিপুরার নাম উল্লেখ করেছেন। তিনি বলেন, এখন তৃণমূলের জনপ্রিয়তা যত কমছে, তত হিংসা ছড়াচ্ছে। আর সময় যত নির্বাচনের দিকে এগোবে, তত এই হিংসা বাড়বে বলেও মন্তব্য করেছেন। পশ্চিমবঙ্গের মানুষ এর ভাগ্য নির্ধারণ করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

চোরেদের সঙ্গে থেকে চোরেদের বিরোধিতা সম্ভব নয়

চোরেদের সঙ্গে থেকে চোরেদের বিরোধিতা সম্ভব নয়

দলে দুর্নীতি নিয়ে আওয়াজ তুলেছিলেন মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এসম্পর্কে দিলীপ ঘোষ বলে, দলেই দুর্নীতি নিয়ে আওয়াজ তুলতে হবে। না হলে দলের বাইরে গিয়ে আওয়াজ তুলতে হবে। তিনি বলেন, চোরেদের সঙ্গে থেকে চোরেদের বিরোধিতা সম্ভব নয়।

করোনায় খারাপ হচ্ছে রাজ্যের পরিস্থিতি

করোনায় খারাপ হচ্ছে রাজ্যের পরিস্থিতি

দিলীপ ঘোষ বলেন করোনায় সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে রাজ্যের পরিস্থিতি খারাপ হচ্ছে। রাজ্যের মানুষ হাসপাতালে গিয়ে বেড পাচ্ছেন না বলেও অভিযোগ করেছেন তিনি। তাঁর অভিযোগ রাজ্যের কোনও পরিকল্পনা নেই। শুধু চাপা দেওয়ার চেষ্টা।

যা কিছু খারাপ, রাজ্যে বেশি বাড়ে

যা কিছু খারাপ, রাজ্যে বেশি বাড়ে

রাজ্যে দুর্নীতি বাড়ছে, হিংসা বাড়ছে, করোনার সংক্রমণও বাড়ছে। দিলীপ ঘোষের অভিযোগ, যা কিছু খারাপ জিনিস রাজ্যে বেশি বাড়ে। তাঁর কটাক্ষ এই সরকারের কোনও কর্ম ক্ষমতা নেই আটকাবার। প্রথমে চাপা দেওয়ার চেষ্টা, তারপর পালিয়ে যাওয়া।

 সবার কাছে ক্ষমা চাইতে হবে

সবার কাছে ক্ষমা চাইতে হবে

সাংবাদিকদের প্রশ্ন ছিল অনুব্রত মণ্ডল এখন যেখানেই যাচ্ছেন, সেখানে গিয়ে তিনি ক্ষমা চাইছেন। সেই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন বীরভূমের লোকসংখ্যা ২৫ লক্ষ হলে, সবার কাছে ক্ষমা চাইতে হবে। এদিন তিনি গিয়েছিলেন বীরভূমে। সেখানে কর্মীসভা করা ছাড়াও, আদালতে হাজিরাও দেন দিলীপ ঘোষ।

' ভালো ইংরেজি বললে আর দেখতে সুন্দর হলেই চলেনা', সচিনকে খোঁচা অশোকের ' ভালো ইংরেজি বললে আর দেখতে সুন্দর হলেই চলেনা', সচিনকে খোঁচা অশোকের

English summary
As the day progresses towards elections, political violence in the state will increase, says Dilip Ghosh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X